Ajker Patrika

গর্ব করার মতো ক্রিকেট খেলবে বাংলাদেশ, বলছেন শ্রীরাম

গর্ব করার মতো ক্রিকেট খেলবে বাংলাদেশ, বলছেন শ্রীরাম

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতা এখন খুবই পরিচিত চিত্র। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনো বিভাগেই পারছে না সামর্থ্যের যথার্থ প্রমাণ দিতে। তবে এসব নিয়ে যেন চিন্তিত নন শ্রীধরন শ্রীরাম। গর্ব করার মতো ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলবে বলে বিশ্বাস করেন শ্রীরাম। 

ত্রিদেশীয় সিরিজে দুটো ম্যাচে বাংলাদেশ বাজেভাবে ব্যর্থ হয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। শ্রীরাম সবাইকে ধৈর্য্য ধরতে বলেছেন। তার মতে, ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলে দেশকে গর্বিত করবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেছেন, ‘আমি চাই ধৈর্য ধরে রাখতে। মৌলিক একটা স্কোয়াড আমরা পেয়ে গেছি, যারা ভবিষ্যতে ভালো করবে। বিশ্বকাপের অপেক্ষায়ও আছি আমরা। সবকিছুর উত্তর পাব আমরা, দল ঠিকঠাক করে ফেলব। যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলব, নিশ্চিতভাবেই বাংলাদেশকে আমরা গর্ব উপহার দেব।’ 

প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন নাজমুল হোসেন শান্ত। শান্ত ২৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন, যেটা টি-টোয়েন্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারপরও শান্তর ব্যাটিংয়ে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন শ্রীরাম। শ্রীরাম বলেন, ‘শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে আউট হয়ে গেছে, তার পরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত