অঘটন আর ‘লো স্কোরিং থ্রিলারে’ আজ শুরু হলো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দিনের প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়েছে নামিবিয়া। গিলংয়ে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে তারা। অন্যদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচটা হয়েছে ‘লো স্কোরিং থ্রিলার’। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে নেদারল্যান্ডস।
এক নজরে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের খুঁটিনাটি
১। কততম টুর্নামেন্ট: অষ্টম। এর আগে সাত আসরে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পাকিস্তান হয়েছিল রানার্সআপ। ২০২১ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। রানার্সআপ নিউজিল্যান্ড।
সর্বোচ্চ দুইবার রানার্সআপ হয়েছে শ্রীলঙ্কা। একবার করে রানার্সআপ হয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
২। আয়োজক: এবারের বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়ায়। নবম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত ও সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজিত হয়েছে।
৩। ভেন্যু: সাতটি ভেন্যুতে হচ্ছে এবারের বিশ্বকাপ। (১) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), (২) সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি), (৩) অ্যাডিলেড ওভাল, (৪) বেলেরিভ ওভাল, হোবার্ট, (৫) পার্থ স্টেডিয়াম, (৬) জিএমএইচবিএ স্টেডিয়াম, গিলং ও (৭) গ্যাবা, ব্রিসবেন।
৪। অংশগ্রহণকারী দল: ১৬ দল খেলছে এবারের বিশ্বকাপে। প্রথম রাউন্ডে খেলবে ৮ দল আর সরাসরি মূলপর্বে খেলবে ৮ দল। প্রথম রাউন্ডে ৪টি করে দল খেলবে দুই ভাগে ভাগ হয়ে। গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
সুপার টুয়েলভে ৬টি করে দল খেলবে দুই ভাগে ভাগ হয়ে। গ্রুপ-১ এ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে খেলবে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন ও 'বি' গ্রুপ রানার্সআপ। গ্রুপ ২-এ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ‘এ’ গ্রুপ রানার্সআপ ও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন।
৫। টুর্নামেন্টের ধরন: চার ধাপে হবে এবারের বিশ্বকাপ। প্রথম রাউন্ড, সুপার টুয়েলভ, সেমিফাইনাল এবং ফাইনাল। ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত হবে প্রথম রাউন্ড। ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ। ৬ নভেম্বর পর্যন্ত চলবে সুপার টুয়েলভ। ৯ ও ১০ নভেম্বর সিডনি ও অ্যাডিলেডে হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল। ১৩ নভেম্বর মেলবোর্নে হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
অঘটন আর ‘লো স্কোরিং থ্রিলারে’ আজ শুরু হলো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দিনের প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়েছে নামিবিয়া। গিলংয়ে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে তারা। অন্যদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচটা হয়েছে ‘লো স্কোরিং থ্রিলার’। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে নেদারল্যান্ডস।
এক নজরে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের খুঁটিনাটি
১। কততম টুর্নামেন্ট: অষ্টম। এর আগে সাত আসরে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পাকিস্তান হয়েছিল রানার্সআপ। ২০২১ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। রানার্সআপ নিউজিল্যান্ড।
সর্বোচ্চ দুইবার রানার্সআপ হয়েছে শ্রীলঙ্কা। একবার করে রানার্সআপ হয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
২। আয়োজক: এবারের বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়ায়। নবম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত ও সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজিত হয়েছে।
৩। ভেন্যু: সাতটি ভেন্যুতে হচ্ছে এবারের বিশ্বকাপ। (১) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), (২) সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি), (৩) অ্যাডিলেড ওভাল, (৪) বেলেরিভ ওভাল, হোবার্ট, (৫) পার্থ স্টেডিয়াম, (৬) জিএমএইচবিএ স্টেডিয়াম, গিলং ও (৭) গ্যাবা, ব্রিসবেন।
৪। অংশগ্রহণকারী দল: ১৬ দল খেলছে এবারের বিশ্বকাপে। প্রথম রাউন্ডে খেলবে ৮ দল আর সরাসরি মূলপর্বে খেলবে ৮ দল। প্রথম রাউন্ডে ৪টি করে দল খেলবে দুই ভাগে ভাগ হয়ে। গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
সুপার টুয়েলভে ৬টি করে দল খেলবে দুই ভাগে ভাগ হয়ে। গ্রুপ-১ এ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে খেলবে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন ও 'বি' গ্রুপ রানার্সআপ। গ্রুপ ২-এ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ‘এ’ গ্রুপ রানার্সআপ ও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন।
৫। টুর্নামেন্টের ধরন: চার ধাপে হবে এবারের বিশ্বকাপ। প্রথম রাউন্ড, সুপার টুয়েলভ, সেমিফাইনাল এবং ফাইনাল। ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত হবে প্রথম রাউন্ড। ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ। ৬ নভেম্বর পর্যন্ত চলবে সুপার টুয়েলভ। ৯ ও ১০ নভেম্বর সিডনি ও অ্যাডিলেডে হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল। ১৩ নভেম্বর মেলবোর্নে হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই হারের দেখা মিলল। হার-জিতের চেয়ে বরং খেলোয়াড়দের পরখ করা ছিল মূল উদ্দেশ্য। সহকারী কোচ আতিকুর রহমান মিশুর দাবি, প্রস্তুতি ভালোই হয়েছে।
১১ মিনিট আগেবিরাট কোহলি-রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কয়েক দিন ধরেই চলছে নানা আলাপ-আলোচনা। কারণ, তিন সংস্করণের মধ্যে দুজনে এখন শুধু ওয়ানডে খেলছেন। দুজনের বিদায়ী সিরিজ আয়োজনের প্রসঙ্গ বারবার আসার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা খুব বিরক্তি প্রকাশ করেছেন।
২ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালের আশা কার্যত শেষ। পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ হারে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশের পয়েন্ট এখন ৪। ১১ দলের মধ্যে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের ষষ্ঠ তথা নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবেন সোহানরা।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় ১২ বছর ধরে হচ্ছে না ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। দুই দেশের ক্রিকেটপ্রেমীরা তাই অপেক্ষা করে থাকেন এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টের জন্য। কিন্তু এবার যে পরিস্থিতি অনেকটাই আলাদা। দুই দেশের মধ্যে যে ‘যুদ্ধংদেহী মনোভাব’, সেটার প্রভাব পড়েছে ক্রিকেটেও।
৩ ঘণ্টা আগে