Ajker Patrika

রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের 

রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের 

আক্রমণাত্মক ক্রিকেট খেলা একরকম ডালভাত বানিয়ে ফেলেছে ইংল্যান্ড। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সংস্করণ যা-ই হোক, বিধ্বংসী মেজাজে খেলতে পছন্দ করেন ইংলিশ ব্যাটাররা। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দুর্দান্ত ব্যাটিং করেছে ইংল্যান্ড। জো রুট ও হ্যারি ব্রুকের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড।

টস জিতে আজ ব্যাটিং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। প্রথমে বোলিং নিয়ে ইংল্যান্ডকে বিপাকে ফেলতে থাকেন ম্যাট হেনরি ও সাউদি। হেনরির বলে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ২ রান করা জ্যাক ক্রলিকে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের ফাঁদে ফেলেন হেনরি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন ওলি পোপ। পোপ ও ওপেনার বেন ডাকেট দ্বিতীয় উইকেটে থিতু হতে না হতেই আবারও হেনরির আঘাত। হেনরিকে ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে মাইকেল ব্রেসওয়েলের তালুবন্দী হন ৬ বলে ১০ রান করা পোপ। তাতে পোপ-ডাকেটের দ্বিতীয় উইকেট জুটিটি ছিল ১৬ রানের। পোপকে দেখে ড্রেসিংরুমে যেতে যেন তর সইল না ডাকেটের। সাউদির বলে কাভার ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে ব্রেসওয়েলের দুর্দান্ত ক্যাচের শিকার হন ডাকেট। ৯ রান করা ডাকেট বিদায় নিলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২১ রান।

২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া ইংল্যান্ডের হাল ধরেন রুট ও ব্রুক। নিউজিল্যান্ডের বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন এই দুই ইংলিশ ব্যাটার। দুই ব্যাটারই পেয়েছেন সেঞ্চুরির দেখা। টেস্টে ২৯ তম সেঞ্চুরি করেছেন রুট। আর ব্রুক তাঁর ষষ্ঠ টেস্টে তুলে নিয়েছেন ৪র্থ সেঞ্চুরি। ৩৫০ বলে ২৯৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে প্রথম দিনের খেলা শেষ করেছেন রুট ও ব্রুক। যেখানে ৬৫ ওভারে ৩ উইকেটে ৩১৫ রান করার পর বৃষ্টিতে থেমে যায় প্রথম দিনের খেলা। ব্রুক ১৬৯ বলে ১৮৪ রান করে অপরাজিত আছেন ও ১৮২ বলে ১০১ রান করেছেন রুট। কিউই বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন হেনরি ও ১ উইকেট নিয়েছেন সাউদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত