এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সবচেয়ে ‘বিপজ্জনক’ দল বলছেন ইনজামাম-উল-হক। বাকি ১১ দলের চেয়ে বিরাট কোহলিদের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৪ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন ভারত। সুপার টুয়েলভে প্রথম ম্যাচের আগে প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে বিরাট কোহলিদের। গা গরমের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
আরব আমিরাতের সঙ্গে ভারতীয় উপমহাদেশের উইকেটের মিল থাকায় ভারতকে হারানো বেশ কষ্টের হবে বলে মনে করেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই পাকিস্তানি ব্যাটসম্যান বলেছেন, ‘উপমহাদেশের উইকেটে ভারত সবচেয়ে বিপজ্জনক টি-টোয়েন্টি দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রান তাড়া করে তারা হেসেখেলেই জিতেছে। কোহলিকে তো ব্যাটই ধরতে হলো না! একটা টুর্নামেন্টে কোনো দলকে পরিষ্কার ফেবারিট বলা যাবে না। আমার মতে, এই পরিবেশে ভারত শিরোপার দৌড়ে বেশি এগিয়ে। টি-টোয়েন্টিতে তারাই সবচেয়ে অভিজ্ঞ দল। শুধু ব্যাটিং নয়, তাদের বোলাররাও বেশ অভিজ্ঞ।’
ভারত কেন এগিয়ে সেটাও ব্যাখ্যা করেছেন ইনজামাম, ‘আরব আমিরাতে বল খুব টার্ন করে। ভারতের অশ্বিন ও জাদেজার মতো অভিজ্ঞ দুজন স্পিনার আছে। তাদের ব্যাটসম্যানরাও ভালো স্পিন খেলতে পারে। এ কারণেই ভারত এগিয়ে থাকবে।’
২৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচে দারুণ এক লড়াই হবে বলে মনে করছেন ইনজামাম, ‘ভারত-পাকিস্তান ম্যাচটা ফাইনালের আগে ফাইনাল। এমন ম্যাচকে ঘিরে সব সময়ই একটা আগ্রহ থাকে, অন্য সব ম্যাচের সঙ্গে এই ম্যাচটাকে মেলানো যাবে না। তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তান টি-টোয়েন্টিতেই বেশি ভালো। সুতরাং দারুণ একটা ম্যাচই হবে।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সবচেয়ে ‘বিপজ্জনক’ দল বলছেন ইনজামাম-উল-হক। বাকি ১১ দলের চেয়ে বিরাট কোহলিদের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৪ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন ভারত। সুপার টুয়েলভে প্রথম ম্যাচের আগে প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে বিরাট কোহলিদের। গা গরমের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
আরব আমিরাতের সঙ্গে ভারতীয় উপমহাদেশের উইকেটের মিল থাকায় ভারতকে হারানো বেশ কষ্টের হবে বলে মনে করেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই পাকিস্তানি ব্যাটসম্যান বলেছেন, ‘উপমহাদেশের উইকেটে ভারত সবচেয়ে বিপজ্জনক টি-টোয়েন্টি দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রান তাড়া করে তারা হেসেখেলেই জিতেছে। কোহলিকে তো ব্যাটই ধরতে হলো না! একটা টুর্নামেন্টে কোনো দলকে পরিষ্কার ফেবারিট বলা যাবে না। আমার মতে, এই পরিবেশে ভারত শিরোপার দৌড়ে বেশি এগিয়ে। টি-টোয়েন্টিতে তারাই সবচেয়ে অভিজ্ঞ দল। শুধু ব্যাটিং নয়, তাদের বোলাররাও বেশ অভিজ্ঞ।’
ভারত কেন এগিয়ে সেটাও ব্যাখ্যা করেছেন ইনজামাম, ‘আরব আমিরাতে বল খুব টার্ন করে। ভারতের অশ্বিন ও জাদেজার মতো অভিজ্ঞ দুজন স্পিনার আছে। তাদের ব্যাটসম্যানরাও ভালো স্পিন খেলতে পারে। এ কারণেই ভারত এগিয়ে থাকবে।’
২৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচে দারুণ এক লড়াই হবে বলে মনে করছেন ইনজামাম, ‘ভারত-পাকিস্তান ম্যাচটা ফাইনালের আগে ফাইনাল। এমন ম্যাচকে ঘিরে সব সময়ই একটা আগ্রহ থাকে, অন্য সব ম্যাচের সঙ্গে এই ম্যাচটাকে মেলানো যাবে না। তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তান টি-টোয়েন্টিতেই বেশি ভালো। সুতরাং দারুণ একটা ম্যাচই হবে।’
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
৩ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে