Ajker Patrika

স্ত্রীর সঙ্গে হোলি খেললেন লিটন

ক্রীড়া ডেস্ক    
স্ত্রীর সঙ্গে হোলি উৎসব উদযাপন করছেন লিটন দাস। ছবি: লিটনের ফেসবুক পেজ
স্ত্রীর সঙ্গে হোলি উৎসব উদযাপন করছেন লিটন দাস। ছবি: লিটনের ফেসবুক পেজ

হিন্দু ধর্মাবলম্বীদের দোলপূর্ণিমা আজ। বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা সাড়ম্বরে পালন করছেন এই উৎসব। দোলপূর্ণিমাকে আবার হোলি উৎসবও বলা হয়। বাংলাদেশের লিটন দাস পরিবারের সঙ্গে উদযাপন করছেন দোল উৎসব।

দোলযাত্রার উৎসব উদযাপনের ছবি লিটন আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, লিটন ও তাঁর স্ত্রী দেবশ্রী বিশ্বাস আবিরের একটি ডালা ধরে আছেন। দুজনের মুখ আবিরের রঙে রঙিন। স্ত্রী সঞ্চিতার গালে আবির লাগিয়ে দিয়েছেন লিটন। বাংলাদেশের ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ক্যাপশন দিয়েছেন, ‘প্রিয়জন ও আশেপাশের মানুষদের সঙ্গে হোলি উৎসব উদযাপন করুন। আমাদের বাচ্চা ও সবার জন্য পৃথিবীটা আনন্দময় করে তুলুন।’ লিটনের এই পোস্টে অনেকে ‘হ্যাপি হোলি’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে লিটন সবশেষ ম্যাচ খেলেছেন ১০ মার্চ। বিকেএসপির তিন নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের জার্সিতে ৬০ রান করেছেন তিনি। এই ম্যাচে গুলশানের প্রতিপক্ষ ছিল অগ্রণী ব্যাংক। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিটন যখন দল পাচ্ছিলেন না, তখন তাঁর (লিটন) চিন্তা দূর করলেন তামিম ইকবাল। এই টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের (এমএসসি) অধিনায়ক হওয়ার পাশাপাশি গুলশানের পৃষ্ঠপোষক তামিম।

এ বছরের ১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটনকে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিন রাতে ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন তিনি। সিলেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস-দুর্বার রাজশাহী ম্যাচে রেকর্ডবই তছনছ হয়েছিল। পরের দিন ড্রাফট থেকে লিটনকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত