Ajker Patrika

ভারতকে ‘জাহান্নামের’ ব্যাখ্যা দিলেন মিয়াঁদাদ

ভারতকে ‘জাহান্নামের’ ব্যাখ্যা দিলেন মিয়াঁদাদ

পাকিস্তানে এশিয়া কাপ হওয়া নিয়ে অনেক দিন ধরেই ভারতের সঙ্গে দেশটির বিতর্ক চলছে। বিতর্কটি সমাধানের জন্য সবশেষ বাহরাইনে জরুরি সভা ডেকেছিল এসিসি। দুই দলই নিজেদের অবস্থানে অনড় থাকায় সেখানেও কোনো ফল আসেনি। 

এসিসির আলোচনা শেষ হওয়ার পরেই ভারতকে নিয়ে কঠোর এক মন্তব্য করেন জাভেদ মিয়াঁদাদ। ভারত ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসতে চাইলে নরকে যাক। এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বেশ বিদ্রূপের শিকার হচ্ছেন তিনি। 

সেই মন্তব্যের তিন দিন পর আজ ভিন্ন এক কথাই জানালেন মিয়াঁদাদ। এক ভিডিওতে ‘বড় মিয়াঁ’ খ্যাত এই কিংবদন্তি জানিয়েছেন তাঁর মন্তব্যটিকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। গলার কঠোর সুরে কিছুটা পরিবর্তন আনলেও আবারো ভারতকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। 

এবার নরম সুরে মিয়াঁদাদ বলেছেন, ‘আপনারা কি জানেন নরক মানে কি? যদি আপনাদের খেলতে ইচ্ছা না হয় খেলবেন না। আমাদের কোনো সমস্যা নাই। ভারতের ক্রিকেটারদের জিজ্ঞেস করেন। তারাও বলবে দুই দেশের মধ্যে ম্যাচ হওয়া উচিত। এতে দুই দেশের লাভ।’ 

মিয়াঁদাদ আরো বলেন, ‘তারা (ভারতীয় ক্রিকেটাররা) যদি মনে করে পাকিস্তান না আসা ভালো হবে, তা কিন্তু নয়। আর এটাই আমি বোঝাতে চেয়েছিলাম। আমরা প্রত্যেকে স্বাধীন দেশ। পাকিস্তান বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে হকি খেলোয়াড়ও তৈরি করেছে। বিশ্বের যে প্রান্তেই যাবেন দেখবেন প্রতিবেশী দেশরা একে অপরের মুখোমুখি হয়।’ 

একই সঙ্গে পুরোনো স্মৃতিও নিয়েও কথা বলেছেন মিয়াঁদাদ। তিনি বলেছেন, ‘অতীতে আমরা যেমন ভারতে যেতাম তারা পাকিস্তানে আসত। এখানে ভারতের খেলা দেখতে প্রচুর সমর্থকও আসত। তখন হোটেল খুব একটা সহজলভ্য ছিল না। এ সময় লাহোরের অধিবাসীরা নিজেদের ঘরে থাকার ব্যবস্থা করত। দুই দেশের মধ্যে তখন সুন্দর এক সম্পর্ক ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত