Ajker Patrika

এগিয়ে গিয়েও মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২: ১৩
এগিয়ে গিয়েও জিততে পারল না বাংলাদেশ। ছবি: সংগৃহীত
এগিয়ে গিয়েও জিততে পারল না বাংলাদেশ। ছবি: সংগৃহীত

রক্ষণে শুরুটা হলো দারুণ, শেষটা একেবারেই বিবর্ণ। এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। একমাত্র গোলটি আসে আশরাফুল ইসলামের স্টিক থেকে।

ভারতের রাজগীর শহরে র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বর দলকে প্রথম কোয়ার্টারে রুখে দিয়ে চমক দেখায় বাংলাদেশ (২৯)। ৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়ার সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর। আখিমুল্লাহ আনুয়ার ও আইমান রোজেমি মিলে দুই প্রান্ত দিয়ে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেন। কিন্তু ভাঙতে পারেননি রক্ষণ দেয়াল। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারে দেখা গেল ভিন্ন চিত্র। শুরুতে আক্রমণে উঠে চমকে দেয় বাংলাদেশ। ১৬ মিনিটে রাকিবুল হাসান রকি আদায় করেন পেনাল্টি কর্নার। ওবায়দুল জয়ের পুশ থেকে বল থামান রকি। এরপর আশরাফুল ইসলামের দুর্দান্ত এক ড্রাগ ফ্লিকে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে রোমান সরকারের শট খুঁজে পায়নি লক্ষ্য। পরপর কয়েকটি আক্রমণে মনে হচ্ছিল পুরো কোয়ার্টার হতে যাচ্ছে বাংলাদেশের। কিন্তু রক্ষণের একটি ভুল ডেকে আনে বিপদ। ২৫ মিনিটে অনফিল্ড গোলে মালয়েশিয়াকে সমতায় ফেরান আশরান হামসানি। সহজেই পরাস্ত করেন বিপ্লবকে।

গোলের পর আশরাফুলের উচ্ছ্বাস। ছবি: হকি ইন্ডিয়া
গোলের পর আশরাফুলের উচ্ছ্বাস। ছবি: হকি ইন্ডিয়া

তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় মালয়েশিয়া। এবারও দারুণ দক্ষতা দেখান বিপ্লব। সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক বাঁ পায়ে ঠেকিয়ে দেন তিনি। ৩৬ মিনিটে আমিরুল আজহারের পাস থেকে আনুয়ারের দুর্দান্ত শটে এগিয়ে যায় মালয়েশিয়া। ৫ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পেয়েই যাচ্ছিলেন তিনি। কিন্তু বিপ্লব ও মেহেদী হাসান মিলে আটকে দেন তাঁর (আনুয়ার) মুহুর্মুহু শট।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু দুবারই বিফলে যায় আশরাফুলের ড্রাগ ফ্লিক। ধারার বিপরীতে গিয়ে ৪৮ মিনিটে মালয়েশিয়াকে তৃতীয় গোল এনে দেন মুজাহির আব্দুর রউফ। নরসিয়াফিক সুমান্ত্রির শটটি সুযোগ সন্ধানী খেলোয়াড়ের মতো দারুণ প্লেসমেন্টে গোলে পরিণত করেন তিনি। ৫৪ মিনিটে অবশেষে পেনাল্টি কর্নার থেকে গোলের দেখা পান সাঈদ চোলান।

এশিয়া কাপে তিন বছর আগে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরেছিল বাংলাদেশ। গোলের ব্যবধানটা এবার অর্ধেকে নেমে আসাটাই যেন দলের জন্য স্বস্তির। কাল দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবেন আশরাফুল-রেজাউলরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ