Ajker Patrika

এগিয়ে গিয়েও মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১: ৫৬
এগিয়ে গিয়েও জিততে পারল না বাংলাদেশ। ছবি: সংগৃহীত
এগিয়ে গিয়েও জিততে পারল না বাংলাদেশ। ছবি: সংগৃহীত

রক্ষণে শুরুটা হলো দারুণ, শেষটা একেবারেই বিবর্ণ। এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। একমাত্র গোলটি আসে আশরাফুল ইসলামের স্টিক থেকে।

ভারতের রাজগীর শহরে র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বর দলকে প্রথম কোয়ার্টারে রুখে দিয়ে চমক দেখায় বাংলাদেশ (২৯)। ৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়ার সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর। আখিমুল্লাহ আনুয়ার ও আইমান রোজেমি মিলে দুই প্রান্ত দিয়ে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেন। কিন্তু ভাঙতে পারেননি রক্ষণ দেয়াল। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারে দেখা গেল ভিন্ন চিত্র। শুরুতে আক্রমণে উঠে চমকে দেয় বাংলাদেশ। ১৬ মিনিটে রাকিবুল হাসান রকি আদায় করেন পেনাল্টি কর্নার। ওবায়দুল জয়ের পুশ থেকে বল থামান রকি। এরপর আশরাফুল ইসলামের দুর্দান্ত এক ড্রাগ ফ্লিকে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে রোমান সরকারের শট খুঁজে পায়নি লক্ষ্য। পরপর কয়েকটি আক্রমণে মনে হচ্ছিল পুরো কোয়ার্টার হতে যাচ্ছে বাংলাদেশের। কিন্তু রক্ষণের একটি ভুল ডেকে আনে বিপদ। ২৫ মিনিটে অনফিল্ড গোলে মালয়েশিয়াকে সমতায় ফেরান আশরান হামসানি। সহজেই পরাস্ত করেন বিপ্লবকে।

গোলের পর আশরাফুলের উচ্ছ্বাস। ছবি: হকি ইন্ডিয়া
গোলের পর আশরাফুলের উচ্ছ্বাস। ছবি: হকি ইন্ডিয়া

তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় মালয়েশিয়া। এবারও দারুণ দক্ষতা দেখান বিপ্লব। সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক বাঁ পায়ে ঠেকিয়ে দেন বিপ্লব। ৩৬ মিনিটে আমিরুল আজহারের পাস থেকে দুর্দান্ত এক শটে মালয়েশিয়াকে এগিয়ে দেন আনুয়ার। ৫ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পেয়েই যাচ্ছিলেন তিনি। কিন্তু বিপ্লব ও মেহেদী হাসান মিলে আটকে দেন তাঁর (আনুয়ার) মুহুর্মুহু শট।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু দুবারই বিফলে যায় আশরাফুলের ড্রাগ ফ্লিক। ধারার বিপরীতে গিয়ে ৪৮ মিনিটে মালয়েশিয়াকে তৃতীয় গোল এনে দেন মুজাহির আব্দুর রউফ। নরসিয়াফিক সুমান্ত্রির শটটি সুযোগ সন্ধানী খেলোয়াড়ের মতো দারুণ প্লেসমেন্টে গোলে পরিণত করেন তিনি। ৫৪ মিনিটে অবশেষে পেনাল্টি কর্নার থেকে গোলের দেখা পান সাঈদ চোলান।

এশিয়া কাপে তিন বছর আগে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরেছিল বাংলাদেশ। গোলের ব্যবধানটা এবার অর্ধেকে নেমে আসাটাই যেন দলের জন্য স্বস্তির। কাল দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবেন আশরাফুল-রেজাউলরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত