Ajker Patrika

ইংল্যান্ড সিরিজে কোহলির নামের পাশে আরেকটি বিব্রতকর রেকর্ড

ইংল্যান্ড সিরিজে কোহলির নামের পাশে আরেকটি বিব্রতকর রেকর্ড

ব্যর্থতার বৃত্তে বন্দী বিরাট কোহলি। কোনো কিছুতেই এই বৃত্ত থেকে বেরোতে পারছেন না সাবেক ভারতীয় অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও হাসেনি কোহলির ব্যাট। এই সিরিজে আরেকটি বিব্রতকর রেকর্ড সঙ্গী হয়েছে তাঁর। ৩ ম্যাচের এই সিরিজে কোহলি করেছেন যে কোনো ওয়ানডে সিরিজে তাঁর চতুর্থ সর্বনিম্ন রান।

গতকাল ম্যানচেস্টারে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ শুরু করেছিলেন কোহলি। ১৭ রানের ইনিংসে তিনটি বাউন্ডারি মেরেছিলেন তিনি। কিন্তু এরপরই রিস টপলর বলে জস বাটলারের হাতে ধরা পড়েন। ৩ ম্যাচে সব মিলিয়ে কোহলি রান করেছেন ৩৩। যা কোনো সিরিজে তাঁর চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে সহ শেষ ৫ ম্যাচে কোহলির রান— ৮, ১৮, ০, ১৬, ১৭।

এর আগে ২০১২ সালে পাকিস্তান বিপক্ষে সিরিজে কোহলি করেছিলেন ১৩ রান। আর দ্বিতীয় সর্বনিম্ন ২৬ রান করেছিলেন এই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তার আগে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছিল ৩১ রান। আর সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে করলেন ৩১ রান। এই সিরিজে কোহলি  ভালো করতে না পারলেও ভারত অবশ্য সিরিজ জিতেছে। শেষ ওয়ানডেতে ৫ উইকেটে জিতে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত