Ajker Patrika

বাংলাদেশকে ‘বিপজ্জনক’ বলছেন বাটলার 

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২: ১২
বাংলাদেশকে ‘বিপজ্জনক’ বলছেন বাটলার 

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। আর ১৭১ রান করেও বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কার কাছে। হারের জ্বালা থেকে মাহমুদউল্লাহরা আজ জ্বলে উঠতে পারেন, এমন শঙ্কায় সতর্ক ইংল্যান্ড। 

আবুধাবিতে আজ দিনের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে একাধিক ভুলের মাশুল দিয়ে ম্যাচ হেরে গেছেন মাহমুদউল্লাহরা। তাই বলে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে কাল সংবাদ সম্মেলনে বলেছেন বাটলার। ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী দল। বিপজ্জনকও। ওদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমরা কঠিন লড়াইয়ের জন্য তৈরি।’ 

ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে অলআউট করে সহজ জয় পেলেও সেই আনন্দ ভুলে বাংলাদেশের বিপক্ষে নতুন শুরুর কথাই বললেন বাটলার, ‘ভুল করার কোনো জায়গায়ই নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে ছন্দ ধরে রাখাটা অনেক জরুরি। আমরা সেটাই ধরে রাখতে চাই।’

বাংলাদেশের বোলিং কোচ হওয়ার আগে ইংল্যান্ডের সঙ্গে কাজ করেছেন ওটিস গিবসন। নিজের অভিজ্ঞতা থেকেই জানেন, বেশ লম্বা এক ব্যাটিং লাইনআপ নিয়ে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে এই লাইনআপকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা টাইগার বোলারদের  আছে বলে কাল সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশের বোলিং কোচ, ‘আমি দলের বোলার ও ব্যাটারদের সঙ্গে কথা বলেছি। বোলারদের বুঝিয়েছি। ইংল্যান্ডের ব্যাটাররা আগ্রাসী মানসিকতা নিয়েই মাঠে নামে। আর সে কারণে উইকেট পাওয়ার সুযোগও থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত