Ajker Patrika

জয়ের সেঞ্চুরিতে ড্র করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জয়ের সেঞ্চুরিতে ড্র করল বাংলাদেশ

সিরিজজুড়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ক্রিকেটাররা ২২টি ফিফটি করেছেন, তবে সেটি কেউই তিন অঙ্ক পর্যন্ত নিয়ে যেতে পারেননি। কিন্তু দুই দলের চার দিনের তৃতীয় ম্যাচের শেষ দিন সেই অপূর্ণতাই যেন ঘুচল মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের ধৈর্যশীল ইনিংসের কল্যাণে সিরিজের শেষ ম্যাচে ড্র করল বাংলাদেশ। প্রথম ও শেষ ম্যাচ ড্র হলেও দ্বিতীয় ম্যাচ ৩ উইকেট জিতে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলই। পুরো সিরিজে স্বাগতিকেরা বোলার-ব্যাটাররা শুধু হতাশারই ছাপ রেখেছিলেন। 

শেষ ম্যাচেও বাংলাদেশের জেতা ছিল অসম্ভব ব্যাপার। ৪৬৮ রানের লক্ষ্য তাড়া করার চেয়ে ড্র করাই একরকম কঠিন চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের। উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষ ৪৭ রান করেছিল তারা। ফলে আজ ম্যাচের শেষ দিন জেতার জন্য বাংলাদেশর দরকার ছিল ৪১৪ রান। 

এই রান তাড়া করে জেতার চিন্তা না করে, ড্রয়ের দিকেই এগোয় বাংলাদেশ। ২৬৮ বলে ১১৪ রানে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন ওপেনার জয়। জাকির হাসানের ব্যাট থেকে আসে ৪৩ রান। ইয়াসির আলী রাব্বি খেলেছেন ৬৭ রানের দারুণ এক ইনিংস। চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্কোর হয় ৪ উইকেটে ৩০৬ রান। তাতে শেষ ম্যাচের ফলাফল হলো ড্র। 

সেঞ্চুরি ও এক উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন জয়। প্রথম ইনিংসে উইন্ডিজের ৪৪৫ রানের বিপরীতে ২০৫ রান করে বাংলাদেশ। বাংলাদেশকে ফলোঅন না করিয়ে, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত