Ajker Patrika

দ্বন্দ্বে জড়ানোর শাস্তি পেলেন আসিফ-ফরিদ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫: ২১
দ্বন্দ্বে জড়ানোর শাস্তি পেলেন আসিফ-ফরিদ

ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের লড়াই জমলেও কথার লড়াই এখন খুব একটা দেখা যায় না, আগে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে যা অহরহই ঘটত। এবারের এশিয়া কাপে ভারতের সেই জায়গাটা নিয়েছে আফগানিস্তান।

সুপার ফোরের ম্যাচে দুই দলের মধ্যে মাঠে ও মাঠের বাইরে সব জায়গায় উত্তাপটা ছড়িয়ে পড়েছে। ম্যাচের শেষ দিকে পাকিস্তানি ব্যাটার আসিফ আলী ও আফগানিস্তান পেসার ফরিদ আহমেদের মধ্যে ধাক্কাধাক্কি দিয়ে উত্তাপটা শুরু, যার রেশ ছড়িয়ে পড়েছে পুরো স্টেডিয়ামে। সবকিছু মিলিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ করার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আইসিসি লিখিত অভিযোগ পাওয়ার আগে অবশ্য মাঠে ঘটে যাওয়া দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে। অবশ্য আসিফ ও ফরিদকে খুব বড় ধরনের শাস্তি পেতে হয়নি। লেভেল ওয়ানের অপরাধের দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সাজা দুই ক্রিকেটারই মেনে নিয়েছেন।

এশিয়া কাপে গত বুধবার সুপার ফোরে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আফগানিস্তান। শেষ ওভারে বোলার নাসিম শাহ প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে সেই ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটের জয় এনে দেন। এমন রোমাঞ্চকর জয়ের আগে অবশ্য ১৯তম ওভারে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন আসিফ ও ফরিদ। আসিফ যখন জয় ছিনিয়ে নিচ্ছিলেন, তখনই ফরিদ বাউন্সারে আউট করেন আসিফকে। এরপর হাওয়ায় ঘুষি মেরে উদ্‌যাপন শুরু করেন পাকিস্তানি ব্যাটারের কাছাকাছি এসে। এটা দেখে আসিফ ক্ষুব্ধ হয়ে ধাক্কা মারেন ফরিদকে। পরে তাঁকেও ধাক্কা মারেন ফরিদ। এ সময় আফগানিস্তানি বোলার বাড়তি কিছু বললে আসিফ তাঁকে ব্যাট দিয়ে মারতে উদ্যত হন। মার অবশ্য দিতে পারেননি, ততক্ষণে আম্পায়ার ও দুই দলের ক্রিকেটাররা এসে থামিয়ে দেন দুজনকে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড় আচরণবিধির ২.৬ ধারাটি ভঙ্গ করেছেন আসিফ। ধারাটি হচ্ছে, আন্তর্জাতিক ম্যাচের সময় অশ্লীল, আক্রমণাত্মক অথবা অপমানজনক অঙ্গভঙ্গি সম্পর্কিত। আর ফরিদকে অভিযুক্ত করা হয়েছে ২.১. ১২ ধারায়। এই ধারা হচ্ছে, ম্যাচের সময় খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকসহ অন্য যেকোনো ব্যক্তির সঙ্গে অনুচিত শারীরিক সংযোগ সম্পর্কিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত