Ajker Patrika

সালাহর শেষ মুহূর্তের গোলে লিভারপুলের চারে চার

ক্রীড়া ডেস্ক    
সতীর্থদের সঙ্গে মিশরীয় তারকার গোল উদযাপন। ছবি: সংগৃহীত
সতীর্থদের সঙ্গে মিশরীয় তারকার গোল উদযাপন। ছবি: সংগৃহীত

গোলমুখে বারবার ব্যর্থ হওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কা উঁকি দিচ্ছিল লিভারপুল শিবিরে। যদিও মার্সিসাইডের ক্লাবটির সব শঙ্কা দূর করে দিলেন মোহাম্মদ সালাহ। ম্যাচের অন্তিত মুহূর্তে এই ফরোয়ার্ডের করা গোলের সুবাদে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বার্নলিকে ১–০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।

এ নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে শিরোপা ধরে রাখার মিশনে ৪ ম্যাচের সবকটিতে জয় তুলে নিলো লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্নে স্লটের শিষ্যরা। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহাম হটস্পার। ৩ পয়েন্ট পাওয়া বার্নলি আছে ১৭ নম্বরে।

টার্ফ মোর স্টেডিয়ামে লিভারপুল খেলেছে নিজেদের মতো করেই। ৮১ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ২৭টি শট নেয় তারা। এর মধ্যে চারটি লক্ষ্যে ছিল। বিপরীতে রেডদের গোলমুখে ৩ শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি বার্নলি। তাদের বিপক্ষে দাপুটে ফুটবল খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় নির্ধারিত সময়ে ডেডলক ভাঙতে পারেনি লিভারপুল।

তাতেই পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল বার্নলি। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের পয়েন্ট ভাগের আশা মাটি করে দেন সালাহ। সফল স্পট কিক থেকে জালে বল জড়ান এই মিশরীয় তারকা ফুটবলার। তার আগে হানিবাল মেজব্রির হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল।

একমাত্র গোল হজমের ৯ মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয় বার্নলি। সফরকারীদের জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান রিটসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেসলি উগোচুকো। সে ধাক্কা সামলে আর শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেনি নিচের সারির দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত