ক্রীড়া ডেস্ক
গোলমুখে বারবার ব্যর্থ হওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কা উঁকি দিচ্ছিল লিভারপুল শিবিরে। যদিও মার্সিসাইডের ক্লাবটির সব শঙ্কা দূর করে দিলেন মোহাম্মদ সালাহ। ম্যাচের অন্তিত মুহূর্তে এই ফরোয়ার্ডের করা গোলের সুবাদে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বার্নলিকে ১–০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।
এ নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে শিরোপা ধরে রাখার মিশনে ৪ ম্যাচের সবকটিতে জয় তুলে নিলো লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্নে স্লটের শিষ্যরা। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহাম হটস্পার। ৩ পয়েন্ট পাওয়া বার্নলি আছে ১৭ নম্বরে।
টার্ফ মোর স্টেডিয়ামে লিভারপুল খেলেছে নিজেদের মতো করেই। ৮১ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ২৭টি শট নেয় তারা। এর মধ্যে চারটি লক্ষ্যে ছিল। বিপরীতে রেডদের গোলমুখে ৩ শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি বার্নলি। তাদের বিপক্ষে দাপুটে ফুটবল খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় নির্ধারিত সময়ে ডেডলক ভাঙতে পারেনি লিভারপুল।
তাতেই পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল বার্নলি। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের পয়েন্ট ভাগের আশা মাটি করে দেন সালাহ। সফল স্পট কিক থেকে জালে বল জড়ান এই মিশরীয় তারকা ফুটবলার। তার আগে হানিবাল মেজব্রির হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল।
একমাত্র গোল হজমের ৯ মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয় বার্নলি। সফরকারীদের জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান রিটসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেসলি উগোচুকো। সে ধাক্কা সামলে আর শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেনি নিচের সারির দলটি।
গোলমুখে বারবার ব্যর্থ হওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কা উঁকি দিচ্ছিল লিভারপুল শিবিরে। যদিও মার্সিসাইডের ক্লাবটির সব শঙ্কা দূর করে দিলেন মোহাম্মদ সালাহ। ম্যাচের অন্তিত মুহূর্তে এই ফরোয়ার্ডের করা গোলের সুবাদে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বার্নলিকে ১–০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।
এ নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে শিরোপা ধরে রাখার মিশনে ৪ ম্যাচের সবকটিতে জয় তুলে নিলো লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্নে স্লটের শিষ্যরা। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহাম হটস্পার। ৩ পয়েন্ট পাওয়া বার্নলি আছে ১৭ নম্বরে।
টার্ফ মোর স্টেডিয়ামে লিভারপুল খেলেছে নিজেদের মতো করেই। ৮১ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ২৭টি শট নেয় তারা। এর মধ্যে চারটি লক্ষ্যে ছিল। বিপরীতে রেডদের গোলমুখে ৩ শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি বার্নলি। তাদের বিপক্ষে দাপুটে ফুটবল খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় নির্ধারিত সময়ে ডেডলক ভাঙতে পারেনি লিভারপুল।
তাতেই পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল বার্নলি। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের পয়েন্ট ভাগের আশা মাটি করে দেন সালাহ। সফল স্পট কিক থেকে জালে বল জড়ান এই মিশরীয় তারকা ফুটবলার। তার আগে হানিবাল মেজব্রির হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল।
একমাত্র গোল হজমের ৯ মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয় বার্নলি। সফরকারীদের জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান রিটসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেসলি উগোচুকো। সে ধাক্কা সামলে আর শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেনি নিচের সারির দলটি।
এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। আবুধাবি হোক কিংবা দুবাইয়ের উইকেটে নিংড়ে দিচ্ছেন সেরাটা। টি-টোয়েন্টিতে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি। পরশু দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে তাঁর স্বরূপে থাকাটা গুরুত্বপূর্ণ দলের জন্য। এর আগে বাঁহাতি এই পেসারের প্রতি যেন কারও কুনজর না পড়ে এমন
১০ ঘণ্টা আগেএবারের এশিয়া কাপে মাঠের খেলার চেয়ে বাইরের বিভিন্ন ঘটনায় বেশি আলোচনায় আসছে পাকিস্তান। হাত না মেলানো বিতর্কে আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি তুলেছিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার ফের বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দ্বারস্থ হলো তারা।
১১ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সে হারের দুঃস্মৃতি ভুলে যেতে চান লঙ্কানদের অধিনায়ক চারিত আসালাঙ্কা।
১২ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যতিক্রমী উদ্যাপন করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। এবার সমালোচনার জবাব দিলেন এই ব্যাটার। সাফ জানিয়ে দিলেন—কে কী বলল, তাতে কিছুই যায়-আসে না তাঁর।
১৩ ঘণ্টা আগে