ওয়ানডে সিরিজ শেষ। এবার শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল মিরপুরে শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তার আগে আজ ট্রফি হাতে ফটোসেশন করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি।
মাঠে বিসিবি প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় দুজনে বেশ মজাও করেছেন। এ সময় কথা বলার শুরুতে হিলিকে সালাম শেখান জ্যোতি। শুরুতেই জ্যোতি জানতে চান, ‘তুমি কি আসালামুআলাইকুম বলতে পারবে?’ । প্রশ্ন শুনে হিলি ঘাবড়ে যাননি। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক বেশ সাবলীলভাবে ভেঙে বলেন, ‘আসালা মুআলাইকুম’।
হিলির সালাম শুনে বেশ খুশি হোন জ্যোতি ও মাইক্রোফোন হাতে দুজনের মাঝে থাকা বিসিবি প্রতিনিধি। এরপর বাংলাদেশ অধিনায়ক কী কারণে ‘আসালামুআলাইকুম’ বলেন বাংলাদেশি মুসলিমরা, সেটি ব্যাখ্যা করেন। হিলিও বেশ সন্তুষ্টচিত্তে সেটি শুনে তৃপ্তির হাসি দেন। এরপর ‘থ্যাংক ইউ’র বাংলা শিখতে চান তিনি। সেটিও বেশ সুন্দরভাবে শিখিয়েছেন জ্যোতি।
তার আগে হিলিকে বাংলাদেশের ঐতিহ্য জামদানি শাড়ি, বিরিয়ানি ও রেশমি চুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেন জ্যোতিকে। হিলিকে লাল শাড়ি উপহার দেওয়ার পাশাপাশি বিরিয়ানি খাইয়ে দেন তিনি। পরে লাল-সবুজ চুড়ি পরেও দেখান দুজনে।
এই প্রথম বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সিরিজ খেলছে। তবে মিরপুরে ওয়ানডে সিরিজে সহজেই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছেন হিলিরা। টি-টোয়েন্টিতে এর আগে দুইবার সাক্ষাৎ হয়েছে দুই দলের। দুটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে।
ওয়ানডে সিরিজ শেষ। এবার শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল মিরপুরে শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তার আগে আজ ট্রফি হাতে ফটোসেশন করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি।
মাঠে বিসিবি প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় দুজনে বেশ মজাও করেছেন। এ সময় কথা বলার শুরুতে হিলিকে সালাম শেখান জ্যোতি। শুরুতেই জ্যোতি জানতে চান, ‘তুমি কি আসালামুআলাইকুম বলতে পারবে?’ । প্রশ্ন শুনে হিলি ঘাবড়ে যাননি। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক বেশ সাবলীলভাবে ভেঙে বলেন, ‘আসালা মুআলাইকুম’।
হিলির সালাম শুনে বেশ খুশি হোন জ্যোতি ও মাইক্রোফোন হাতে দুজনের মাঝে থাকা বিসিবি প্রতিনিধি। এরপর বাংলাদেশ অধিনায়ক কী কারণে ‘আসালামুআলাইকুম’ বলেন বাংলাদেশি মুসলিমরা, সেটি ব্যাখ্যা করেন। হিলিও বেশ সন্তুষ্টচিত্তে সেটি শুনে তৃপ্তির হাসি দেন। এরপর ‘থ্যাংক ইউ’র বাংলা শিখতে চান তিনি। সেটিও বেশ সুন্দরভাবে শিখিয়েছেন জ্যোতি।
তার আগে হিলিকে বাংলাদেশের ঐতিহ্য জামদানি শাড়ি, বিরিয়ানি ও রেশমি চুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেন জ্যোতিকে। হিলিকে লাল শাড়ি উপহার দেওয়ার পাশাপাশি বিরিয়ানি খাইয়ে দেন তিনি। পরে লাল-সবুজ চুড়ি পরেও দেখান দুজনে।
এই প্রথম বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সিরিজ খেলছে। তবে মিরপুরে ওয়ানডে সিরিজে সহজেই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছেন হিলিরা। টি-টোয়েন্টিতে এর আগে দুইবার সাক্ষাৎ হয়েছে দুই দলের। দুটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৪৩ মিনিট আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে