Ajker Patrika

অস্ট্রেলিয়া অধিনায়ককে সালাম শেখালেন জ্যোতি

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২১: ১৫
অস্ট্রেলিয়া অধিনায়ককে সালাম শেখালেন জ্যোতি

ওয়ানডে সিরিজ শেষ। এবার শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল মিরপুরে শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তার আগে আজ ট্রফি হাতে ফটোসেশন করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। 

মাঠে বিসিবি প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় দুজনে বেশ মজাও করেছেন। এ সময় কথা বলার শুরুতে হিলিকে সালাম শেখান জ্যোতি। শুরুতেই জ্যোতি জানতে চান, ‘তুমি কি আসালামুআলাইকুম বলতে পারবে?’ । প্রশ্ন শুনে হিলি ঘাবড়ে যাননি। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক বেশ সাবলীলভাবে ভেঙে বলেন, ‘আসালা মুআলাইকুম’। 

হিলির সালাম শুনে বেশ খুশি হোন জ্যোতি ও মাইক্রোফোন হাতে দুজনের মাঝে থাকা বিসিবি প্রতিনিধি। এরপর বাংলাদেশ অধিনায়ক কী কারণে ‘আসালামুআলাইকুম’ বলেন বাংলাদেশি মুসলিমরা, সেটি ব্যাখ্যা করেন। হিলিও বেশ সন্তুষ্টচিত্তে সেটি শুনে তৃপ্তির হাসি দেন। এরপর ‘থ্যাংক ইউ’র বাংলা শিখতে চান তিনি। সেটিও বেশ সুন্দরভাবে শিখিয়েছেন জ্যোতি। 

তার আগে হিলিকে বাংলাদেশের ঐতিহ্য জামদানি শাড়ি, বিরিয়ানি ও রেশমি চুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেন জ্যোতিকে। হিলিকে লাল শাড়ি উপহার দেওয়ার পাশাপাশি বিরিয়ানি খাইয়ে দেন তিনি। পরে লাল-সবুজ চুড়ি পরেও দেখান দুজনে।

এই প্রথম বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সিরিজ খেলছে। তবে মিরপুরে ওয়ানডে সিরিজে সহজেই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছেন হিলিরা। টি-টোয়েন্টিতে এর আগে দুইবার সাক্ষাৎ হয়েছে দুই দলের। দুটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত