Ajker Patrika

রিশাদ কেন হঠাৎ চারে, ব্যাখ্যা দিলেন শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২৪, ১৪: ০৩
রিশাদ কেন হঠাৎ চারে, ব্যাখ্যা দিলেন শান্ত

অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সুবিধা করতে পারেনি তারা। প্যাট কামিন্সের হ্যাটট্রিকের ম্যাচে ৮ উইকেটে ১৪০ রান তোলে তারা।

নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় দুটি কার্যকর ইনিংস খেলেছেন। আউট হওয়া আট ব্যাটারের মধ্যে পাঁচজন দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত জানিয়েছেন, তাঁদের অন্তত ১৭০ রান উচিত ছিল এই উইকেটে। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘উইকেট ভালোই মনে হয়েছে, কিছুটা ধীরগতির। তবে আমাদের ১৭০ রান করা উচিত ছিল। এটা আমার মনে হয়েছিল।’

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত কোনো ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি তাঁদের ওপেনিং জুটিও। গ্রুপ পর্বের আগের চার ম্যাচে ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল ১, ৯, ৩, ০। এই ম্যাচেও সেই ব্যর্থতা অব্যাহত থাকল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওভারের তৃতীয় বলেই ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। স্কোরে রান জমা হওয়ার আগেই ভাঙল জুটি (০)।

তবু শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। লিটন দাস ও শান্তর দ্বিতীয় উইকেট জুটিতে সামলে ওঠে শুরুর ধাক্কা। দুজনে গড়েন ৪৮ বলে ৫৮ রানের একটি জুটিও। লিটন-শান্তর ব্যাটিংয়ের ধরন ছিল মন্থর। ২৫ বলে ১৬ রান করে ফেরেন লিটন, ৩৬ বলে ৪১ রানে আউট হয়েছেন শান্ত। দ্রুত রান তোলার জন্য প্রমোশন দিয়ে ৪ নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয় রিশাদকে। তিনিও ফেরেন ৪ বলে ২ রান করে। রিশাদকে আগে ব্যাটিংয়ে পাঠানোর ব্যাপারে শান্ত বললেন, ‘এ ধরনের দলের বিপক্ষে আপনাকে ভিন্ন কিছু চেষ্টা করতে হবে। যেমন আমরা রিশাদকে ৪ নম্বরে পাঠিয়েছি। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি।’

নিজের ব্যক্তিগত পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত। উপভোগ করছেন অধিনায়কত্ব। সামনের ম্যাচে ভালো করার আশা বাংলাদেশ অধিনায়কের, ‘(ব্যক্তিগত রান) দায়িত্ব উপভোগ করছি এবং এটি করতে ভালোবাসি। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আশা করি পরবর্তী ম্যাচে আরও বেশি অবদান রাখতে পারব। আমি মনে করি, আজকের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল টপ অর্ডার কিছু রান। গত কিছু ম্যাচ ধরে আমরা সংগ্রাম করছিলাম সেখানে। গত ২-৩ ম্যাচে বোলিং বিভাগ দারুণভাবে নিজেদের কাজটা করেছে। আশা করি বোলাররা তাদের ছন্দ বজায় রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত