কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে এক ম্যাচের জন্য নিয়েছে সাকিব আল হাসানকে। সুযোগ পেয়েই কাঁপিয়ে দিচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। টন্টনে তাঁর ঘূর্ণিতে প্রতিপক্ষ সমারসেট চোখে রীতিমতো অন্ধকার দেখছে।
দুই ইনিংসেই সাকিব নিয়েছেন ৪টি করে উইকেট। তাঁর ৮ উইকেট নেওয়ার ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে সারের। চার দিনের ম্যাচে গতকাল সমারসেট দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ম্যাচে আজ শেষ দিনে সমারসেট খেলতে নামবে ১৯০ রানের লিড নিয়ে। শেষ জুটিতে ব্যাটিং করছেন ক্রেগ ওভারটন ও টম ব্যান্টন। ওভারটন ও ব্যান্টন করেছেন ৪০ ও ২৮ রান। দ্বিতীয় ইনিংসে সারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জর্ডান ক্লার্ক। একটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, ড্যানিয়েল ওরাল ও টম কারান।
দ্বিতীয় ইনিংসে গতকালই বোলিংয়ের সুযোগ হয় সাকিবের। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শুরুটা করেন মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে। সাকিব এরপর অসাধারণ এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টম অ্যাবেলকে। সেই বিষাক্ত আর্মারে সাকিব এরপর নিয়েছেন সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরির উইকেট। গ্রেগরির উইকেটটাও এলবিডব্লিউ। দুইবারই সাকিব মুষ্টিবদ্ধ উদযাপন করেন মাটির দিকে হাত ছুড়ে। সাকিবের চতুর্থ শিকার সমারসেটের উইকেটরক্ষক জেমস রিউ। দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং ২৫ ওভারে ৮৩ রানে ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
এর আগে ৯ সেপ্টেম্বর টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া সমারসেট ৩১৭ রানে অলআউট হয়েছে। সাকিব ৯৭ রানে নিয়েছেন ৪ উইকেট। যেখানে ১২ রানে সমারসেটের হারানো শেষ ৪ উইকেটের তিনটাই সাকিবের। তবে ব্যাটিংয়ে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। ২৪ বলে ১ চারে ১২ রান করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সারে তাদের প্রথম ইনিংসে ৩২১ রানে অলআউট হয়েছে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে এক ম্যাচের জন্য নিয়েছে সাকিব আল হাসানকে। সুযোগ পেয়েই কাঁপিয়ে দিচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। টন্টনে তাঁর ঘূর্ণিতে প্রতিপক্ষ সমারসেট চোখে রীতিমতো অন্ধকার দেখছে।
দুই ইনিংসেই সাকিব নিয়েছেন ৪টি করে উইকেট। তাঁর ৮ উইকেট নেওয়ার ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে সারের। চার দিনের ম্যাচে গতকাল সমারসেট দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ম্যাচে আজ শেষ দিনে সমারসেট খেলতে নামবে ১৯০ রানের লিড নিয়ে। শেষ জুটিতে ব্যাটিং করছেন ক্রেগ ওভারটন ও টম ব্যান্টন। ওভারটন ও ব্যান্টন করেছেন ৪০ ও ২৮ রান। দ্বিতীয় ইনিংসে সারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জর্ডান ক্লার্ক। একটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, ড্যানিয়েল ওরাল ও টম কারান।
দ্বিতীয় ইনিংসে গতকালই বোলিংয়ের সুযোগ হয় সাকিবের। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শুরুটা করেন মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে। সাকিব এরপর অসাধারণ এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টম অ্যাবেলকে। সেই বিষাক্ত আর্মারে সাকিব এরপর নিয়েছেন সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরির উইকেট। গ্রেগরির উইকেটটাও এলবিডব্লিউ। দুইবারই সাকিব মুষ্টিবদ্ধ উদযাপন করেন মাটির দিকে হাত ছুড়ে। সাকিবের চতুর্থ শিকার সমারসেটের উইকেটরক্ষক জেমস রিউ। দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং ২৫ ওভারে ৮৩ রানে ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
এর আগে ৯ সেপ্টেম্বর টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া সমারসেট ৩১৭ রানে অলআউট হয়েছে। সাকিব ৯৭ রানে নিয়েছেন ৪ উইকেট। যেখানে ১২ রানে সমারসেটের হারানো শেষ ৪ উইকেটের তিনটাই সাকিবের। তবে ব্যাটিংয়ে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। ২৪ বলে ১ চারে ১২ রান করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সারে তাদের প্রথম ইনিংসে ৩২১ রানে অলআউট হয়েছে।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
১১ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
১২ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১২ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১৩ ঘণ্টা আগে