Ajker Patrika

সাকিবের ঘূর্ণিতে সমারসেটের চোখে অন্ধকার, জিতবে কি সারে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৩৬
সাকিবের ঘূর্ণিতে সমারসেটের চোখে অন্ধকার, জিতবে কি সারে

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে এক ম্যাচের জন্য নিয়েছে সাকিব আল হাসানকে। সুযোগ পেয়েই কাঁপিয়ে দিচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। টন্টনে তাঁর ঘূর্ণিতে প্রতিপক্ষ সমারসেট চোখে রীতিমতো অন্ধকার দেখছে।

দুই ইনিংসেই সাকিব নিয়েছেন ৪টি করে উইকেট। তাঁর ৮ উইকেট নেওয়ার ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে সারের। চার দিনের ম্যাচে গতকাল সমারসেট দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ম্যাচে আজ শেষ দিনে সমারসেট খেলতে নামবে ১৯০ রানের লিড নিয়ে। শেষ জুটিতে ব্যাটিং করছেন ক্রেগ ওভারটন ও টম ব্যান্টন। ওভারটন ও ব্যান্টন করেছেন ৪০ ও ২৮ রান। দ্বিতীয় ইনিংসে সারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জর্ডান ক্লার্ক। একটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, ড্যানিয়েল ওরাল ও টম কারান। 

দ্বিতীয় ইনিংসে গতকালই বোলিংয়ের সুযোগ হয় সাকিবের। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শুরুটা করেন মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে। সাকিব এরপর অসাধারণ এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টম অ্যাবেলকে। সেই বিষাক্ত আর্মারে সাকিব এরপর নিয়েছেন সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরির উইকেট। গ্রেগরির উইকেটটাও এলবিডব্লিউ। দুইবারই সাকিব মুষ্টিবদ্ধ উদযাপন করেন মাটির দিকে হাত ছুড়ে।   সাকিবের চতুর্থ শিকার সমারসেটের উইকেটরক্ষক জেমস রিউ। দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং ২৫ ওভারে ৮৩ রানে ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।  

এর আগে ৯ সেপ্টেম্বর টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া সমারসেট ৩১৭ রানে অলআউট হয়েছে। সাকিব ৯৭ রানে নিয়েছেন ৪ উইকেট। যেখানে ১২ রানে সমারসেটের হারানো শেষ ৪ উইকেটের তিনটাই সাকিবের। তবে ব্যাটিংয়ে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। ২৪ বলে ১ চারে ১২ রান করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সারে তাদের প্রথম ইনিংসে ৩২১ রানে অলআউট হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত