Ajker Patrika

বিপিএলকে কৃতিত্ব দিলেন ম্যাচসেরা হাসান আলী

বিপিএলকে কৃতিত্ব দিলেন ম্যাচসেরা হাসান আলী

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ‘খলনায়ক’ বনে গিয়েছিলেন সমর্থকদের কাছে। দুর্দান্ত খেলতে থাকা পাকিস্তান হাসান আলীর ওই খলনায়ক বনে যাওয়া এক ক্যাচ মিসেই ম্যাচ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। এক ম্যাচ পরেই পাকিস্তানের জয়ে এবার নায়ক সেই হাসান। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে অল্প রানে বেঁধে রাখতে বড় ভূমিকা রাখেন। দলের জয়ের পর ম্যাচসেরার পুরস্কারও গেছে তাঁর হাতে।

সেই ম্যাচের কদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন হাসান। নতুন উদ্যমে ফিরে আসার আশ্বাসও দিয়েছিলেন। হাসান তাঁর রেখেছেন। ম্যাচসেরার পুরস্কারটাও উৎসর্গ করেছেন সেদিন ব্যথিত পাকিস্তান সমর্থকদের। ৪ ওভারে ৪৪ রান দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে বোলিংয়েও হতাশ করেছিলেন তিনি। আজ ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। 

তা এক ম্যাচ পরেই কীভাবে এতটা বদলে গেলেন হাসান? বাংলাদেশের উইকেট একটা ব্যাপার তো বটেই। সর্বশেষ দুটি সিরিজেও দেখা গেছে বোলারদের রাজত্ব। আজ উইকেট ঠিক সেরকম ধীর গতির না হলেও লো-স্কোরিং ম্যাচই হয়েছে। ম্যাচশেষে হাসানের কণ্ঠেও সেই ধীর গতির উইকেটের প্রতিধ্বনি হলো। তবু সমর্থকদের রোষানল থেকে বদলে যাওয়া বোলিংয়ের রহস্য শোনা যাক তাঁর মুখেই, ‘আমি এখানে বিপিএল খেলেছি এবং জানতাম এটা সাধারণত ধীর গতির পিচ। আমি তাই স্টাম্প টু স্টাম্প বল করেছি এবং উইকেট পেয়েছি।’ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে খেলে গিয়েছিলেন হাসান। সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়েছেন মাহমুদউল্লাহ-আফিফদের বিপক্ষে। ম্যাচ জয়ের এক সম্ভাবনা তৈরি করেও যেটা পারেননি মোস্তাফিজুর রহমান-শরীফুল ইসলামরা। হতাশার এক ম্যাচ পরেই ঘুরে দাঁড়িয়ে ম্যাচসেরা হওয়া নিয়েও নিজের অনুভূতির কথা জানিয়েছেন হাসান, ‘প্রথমে আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। এটা আমার জন্য অনেক খুশির একটি মুহূর্ত। বিশ্বকাপে আমার পারফরম্যান্স ভালো ছিল না। তবে আপনার ক্যারিয়ারে উত্থান-পতন থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত