Ajker Patrika

আইপিএলে তাহলে নিষিদ্ধ হচ্ছেন এই দুই ধারাভাষ্যকার

ক্রীড়া ডেস্ক    
কলকাতার ঘরের মাঠের ম্যাচে সায়মন ডুল ও হার্শা ভোগলেকে নাও দেখা যেতে পারে। ছবি: সংগৃহীত
কলকাতার ঘরের মাঠের ম্যাচে সায়মন ডুল ও হার্শা ভোগলেকে নাও দেখা যেতে পারে। ছবি: সংগৃহীত

এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইডেন গার্ডেন্সে ভোগলে-ডুলকে না রাখার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। বিসিসিআইয়ের কাছে একটি চিঠিও পৌঁছে গেছে। কিউরেটর ঠিকমতো ঘরের মাঠের পিচ প্রস্তুত করতে পারছে না—এমন মন্তব্যের কারণেই কলকাতা নাইট রাইডার্সের অসন্তোষ।

ক্রিকবাজে এক আলোচনায় ডুল পরামর্শ দিয়েছিলেন, ইডেন গার্ডেন্সের কিউরেটরের এমন অসহযোগিতা চলতে থাকলে কলকাতা নাইট রাইডার্সের একটি নতুন হোম ভেন্যু খোঁজা উচিত। ডুল বলেছিলেন, ‘কলকাতা স্টেডিয়ামের ফি দিচ্ছে। আইপিএলে যা ঘটছে তার জন্য তারা অর্থ প্রদান করছে। কিন্তু এখনো স্বাগতিক দল কী চায় কিউরেটর যদি সেদিকে মনোযোগ না দেয়, তাহলে এই ফ্র্যাঞ্চাইজিকে অন্য কোথাও সরিয়ে নিন। তাঁর (কিউরেটর) কাজ খেলা সম্পর্কে মতামত দেওয়া নয়। এর জন্য তাঁকে বেতন দেওয়া হয় না।’

ডুলের সুরেই সুর মিলিয়েছিলেন ভোগলে। ক্রিকবাজে এক আলোচনায় ভোগলে বলেছিলেন, ‘কলকাতা ঘরের মাঠে খেলছে। তাদের এমন উইকেট পাওয়া উচিত যা তাদের বোলারদের জন্য উপযুক্ত। আমি এমন কিছুই শুনেছি, যা কিউরেটর বলেছেন।’ ইডেনের কিউরেটর সুজন মুখার্জীকে স্পিন-বান্ধব উইকেট তৈরি করতে বলেছিলেন কলকাতা অধিনায়ক রাহানে। তাতে করে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইনের মতো স্পিনারদের সুবিধা হবে। কিন্তু উইকেটটি হয়ে উঠছে পেস-বান্ধব। তবে সিএবি এই ব্যাপারে কিউরেটর মুখার্জীর পক্ষেই অবস্থান নিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। উইকেট যথাযথ নির্দেশ মেনেই কিউরেটর প্রস্তুত করেছেন বলে সিএবির ধারণা।

সিএবির অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন বিসিসিআই কর্মকর্তারা। ভোগলে-ডুলকে ইডেনে আর ধারাভাষ্য করতে না দেওয়ার দাবিতে বোর্ডের কর্মকর্তাদের একাংশের নীতিগত সমর্থন রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। এ মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত আসতে পারে। কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটান্সের ম্যাচের ধারাভাষ্যকারেরা কলকাতায় চলে এসেছেন গতকালই। ধারাভাষ্যকারদের সেই প্যানেলে জায়গা হয়নি ভোগলে এবং ডুলের। বার্তা গিয়েছে আইপিএলের সম্প্রচারকারক কোম্পানির কাছে বার্তা চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। এমনটা হলে ইডেনে আইপিএলের বাকি ম্যাচগুলোতে এই দুই ধারাভাষ্যকারের না থাকার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটান্স ম্যাচ। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে কলকাতা এখন পয়েন্ট টেবিলের সাত নম্বরে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাটের পয়েন্ট ১০। তারাও খেলেছে সাত ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত