Ajker Patrika

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিমরা, পরিবারের সঙ্গে মুশফিক-মিরাজ

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১১: ১৯
ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিমরা, পরিবারের সঙ্গে মুশফিক-মিরাজ

আজ পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি উদ্‌যাপন করছেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। আনন্দ-উদ্‌যাপনে সময় কাটছে ক্রিকেটারদেরও। আপাতত মাঠে কোনো খেলা না থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করছেন বাংলাদেশি ক্রিকেটাররা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি ঈদ শুভেচ্ছা কার্ড পোস্ট করে ক্যাপশন দিয়েছেন এমন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’ 

আরেক ক্রিকেটার তামিম ইকবালও শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-সমর্থকদের। বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারও কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক!’ এরপর আধখানা চাঁদ ও মসজিদের ইমো যোগ করে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’ 

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহও ঈদের শুভেচ্ছা কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। বিশেষ দিনটি ভালোবাসা, আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ হোক।’ 

ঈদের নামাজে মুশফিকপরিবারের সঙ্গে ঈদ কাটাচ্ছেন মুশফিকুর রহিম। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে গিয়ে সেলফি তুলে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’ 

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। বাবা ও পুত্রকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশপাশের সবাইকে নিয়ে ঈদ কাটুক আনন্দে।’ 

একই রঙা ডিপ ব্লু পাঞ্জাবি পরে বাবা ও পুত্রের সঙ্গে ছবি তুলে পোস্ট দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত