২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে, কিন্তু সুযোগ পাওয়া ম্যাচ তিনটিতে ভালো করতে না পারায় সেই যে প্রোটিয়া দল থেকে বাদ পড়লেন, আর ফেরা হলো না। তাতেও ডেভিড ভিসের বিশ্বকাপ বিচরণ থেমে নেই। নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় উপেক্ষিত ৩৬ বছর বয়সী ক্রিকেটার এবার খেলছেন ‘বাবার দেশ’ নামিবিয়ার হয়ে। সেই তিনিই নবাগত দলটিকে এনে দিলেন অবিস্মরণীয় জয়।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ ‘এ’ গ্রুপের ম্যাচে ভিসের অলরাউন্ড নৈপুণ্যে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে নামিবিয়া। ডাচদের ছুড়ে দেওয়া ১৬৫ রানের কঠিন লক্ষ্যটা নামিবিয়ানরা টপকে গেছে এক ওভার অক্ষত রেখে।
এই জয়ে সুপার টুয়েলভের আশা জিইয়ে রাখল নামিবিয়া। আর টানা দুই হারে বিদায়ঘণ্টা বেজে গেল নেদারল্যান্ডসের।
৪টি চার ও ৫টি ছক্কায় ৪০ বলে ৬৬ রান করে নামিবিয়াকে জিতিয়েই মাঠ ছাড়েন ভিসে। এর আগে বল হাতেও রাখেন অবদান। ৪ ওভারে ৩২ রান খরচায় ফেরান দক্ষিণ আফ্রিকারই সাবেক সতীর্থ রিলফ ফন ডার মারওয়েকে। নেদারল্যান্ডসের মারওয়ে ২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে প্রোটিয়াদের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন।
আজ টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠান নামিবিয়ান অধিনায়ক জেরহার্ড এরাসমাস। তবে নেদারল্যান্ডসের দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড ও স্টেফান মাইবুর্গ ভালো শুরু এনে দিলে এরামাসের সিদ্ধান্ত ভুলই মনে হচ্ছিল। পাওয়ার প্লের শেষ ওভারে মাইবুর্গ আউট হওয়ার পর টিকতে পারেননি মারওয়েও।
তবে এক প্রান্তে অবিচল থেকে কলিন অ্যাকারমানের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন ও’ডাউড। এই দুজনের ৮২ রানের জুটিতেই নেদারল্যান্ডস ৪ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায়। ও’ডাউড আউট হন ৭০ রানে। ৩৬ রানে ২ উইকেট নিয়ে নামিবিয়ার সেরা বোলার ইয়ান ফ্রাইলিঙ্ক।
লক্ষ্য তাড়া করতে নেমে নবম ওভারে ৫০ পেরোতেই ৩ উইকেট হারায় নামিবিয়া। ভালো শুরু করেও থিতু হতে পারেননি স্টেফান বার্ড, জেন গ্রিন, ক্রেইগ উইলিয়ামসদের কেউ।
এরপরের গল্পটা শুধুই ডেভিড ভিসের। নামিবিয়ার ঘুরে দাঁড়ানোর শুরুও সেখান থেকে। বিশাল সব ছক্কা হাঁকিয়ে নেদারল্যান্ডসকে ম্যাচ থেকে ছিটকে দেন ভিসে। তাঁকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক এরাসমাস। এরাসমাস ২২ বলে ৩২ রানে ফিরলেও জোনাথান স্মিটকে সঙ্গে নিয়ে বাকি পথটুকু অনায়াসেই পাড়ি দেন ভিসে।
নিজে দেশে ব্রাত্য ভিসেই এখন বাবার দেশকে বড় স্বপ্ন দেখাচ্ছেন।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে, কিন্তু সুযোগ পাওয়া ম্যাচ তিনটিতে ভালো করতে না পারায় সেই যে প্রোটিয়া দল থেকে বাদ পড়লেন, আর ফেরা হলো না। তাতেও ডেভিড ভিসের বিশ্বকাপ বিচরণ থেমে নেই। নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় উপেক্ষিত ৩৬ বছর বয়সী ক্রিকেটার এবার খেলছেন ‘বাবার দেশ’ নামিবিয়ার হয়ে। সেই তিনিই নবাগত দলটিকে এনে দিলেন অবিস্মরণীয় জয়।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ ‘এ’ গ্রুপের ম্যাচে ভিসের অলরাউন্ড নৈপুণ্যে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে নামিবিয়া। ডাচদের ছুড়ে দেওয়া ১৬৫ রানের কঠিন লক্ষ্যটা নামিবিয়ানরা টপকে গেছে এক ওভার অক্ষত রেখে।
এই জয়ে সুপার টুয়েলভের আশা জিইয়ে রাখল নামিবিয়া। আর টানা দুই হারে বিদায়ঘণ্টা বেজে গেল নেদারল্যান্ডসের।
৪টি চার ও ৫টি ছক্কায় ৪০ বলে ৬৬ রান করে নামিবিয়াকে জিতিয়েই মাঠ ছাড়েন ভিসে। এর আগে বল হাতেও রাখেন অবদান। ৪ ওভারে ৩২ রান খরচায় ফেরান দক্ষিণ আফ্রিকারই সাবেক সতীর্থ রিলফ ফন ডার মারওয়েকে। নেদারল্যান্ডসের মারওয়ে ২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে প্রোটিয়াদের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন।
আজ টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠান নামিবিয়ান অধিনায়ক জেরহার্ড এরাসমাস। তবে নেদারল্যান্ডসের দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড ও স্টেফান মাইবুর্গ ভালো শুরু এনে দিলে এরামাসের সিদ্ধান্ত ভুলই মনে হচ্ছিল। পাওয়ার প্লের শেষ ওভারে মাইবুর্গ আউট হওয়ার পর টিকতে পারেননি মারওয়েও।
তবে এক প্রান্তে অবিচল থেকে কলিন অ্যাকারমানের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন ও’ডাউড। এই দুজনের ৮২ রানের জুটিতেই নেদারল্যান্ডস ৪ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায়। ও’ডাউড আউট হন ৭০ রানে। ৩৬ রানে ২ উইকেট নিয়ে নামিবিয়ার সেরা বোলার ইয়ান ফ্রাইলিঙ্ক।
লক্ষ্য তাড়া করতে নেমে নবম ওভারে ৫০ পেরোতেই ৩ উইকেট হারায় নামিবিয়া। ভালো শুরু করেও থিতু হতে পারেননি স্টেফান বার্ড, জেন গ্রিন, ক্রেইগ উইলিয়ামসদের কেউ।
এরপরের গল্পটা শুধুই ডেভিড ভিসের। নামিবিয়ার ঘুরে দাঁড়ানোর শুরুও সেখান থেকে। বিশাল সব ছক্কা হাঁকিয়ে নেদারল্যান্ডসকে ম্যাচ থেকে ছিটকে দেন ভিসে। তাঁকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক এরাসমাস। এরাসমাস ২২ বলে ৩২ রানে ফিরলেও জোনাথান স্মিটকে সঙ্গে নিয়ে বাকি পথটুকু অনায়াসেই পাড়ি দেন ভিসে।
নিজে দেশে ব্রাত্য ভিসেই এখন বাবার দেশকে বড় স্বপ্ন দেখাচ্ছেন।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে