Ajker Patrika

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

প্রথম টি-টোয়েন্টির পর দিনই আজ করাচিতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের মতো এদিনও ক্যারিবিয়ানদের বড় রানের লক্ষ্য দেয় বাবর আজমের দল। শেষ পর্যন্ত লড়ে গেলেও আজও একই ফল। পাকিস্তানের ১৭৩ রানের জবাবে ১৬৩ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। 

পাকিস্তান ম্যাচ জিতেছে ৯ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং করে ১৭৩ রানের বড় লক্ষ্যই দিয়েছিল বাবরের দল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যেতে পারেননি ক্যারিবিয়ানরা। ৩১ রানে প্রথম দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দলকে জয়ের স্বপ্ন দেখান ওপেনার ব্রান্ডন কিং আর অধিনায়ক নিকোলাস পুরান। ২৬ বলে ২৬ রান করে আউট হন পুরান। 

এক প্রান্তে দলের আশা হয়ে ছিলেন কিং। ৪৩ বলে ৬৭ রানে হারিস রউফ তাঁকে থামালে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা ফিকে হতে থাকে। তবে শেষ দিকে ১৯ ৩৫ রানের ইনিংসে শেষ চেষ্টা করেও পেরে ওঠেননি রোমারিও শেফার্ড। এর আগে ব্যাটিংয়ে শুরুতে সুবিধা করতে পারেননি বাবররা। দলীয় ১৭ রানে রানআউটের কাটায় আটকা পড়েন ফেরেন পাকিস্তান অধিনায়ক। তবে পাকিস্তানকে বড় রানের লক্ষ্য রাখেন মোহাম্মদ রিজওয়ান। তাঁর ৩০ বলে ৩৮ রানের ইনিংসের সঙ্গে হারদার আলী করেন ৩৪ বলে ৩১ রান। 

তবে পাকিস্তানকে বড় লক্ষ্য এনে দেন ইফতেখার আহমেদ আর শাদাব খানের দুটি ঝোড়ো ইনিংস। ১৯ বলে ৩২ রান করেন ইফতেখার। শাদাব তিন ছক্কা আর এক চারে করেন ২৮ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত