Ajker Patrika

পিসিবির প্রভাবশালী সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান আর নেই

পিসিবির প্রভাবশালী সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান আর নেই

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। লাহোরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

শাহরিয়ার পিসিবি চেয়ারম্যান হিসেবে বেশ প্রভাবশালী ছিলেন। ২০০৩ থেকে ২০০৬ এবং ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত দুই মেয়াদে এই পদে ছিলেন তিনি। এ ছাড়াও দুই দফায় পাকিস্তান দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে আছে ১৯৯৯ সালের ‘ঐতিহাসিক’ ভারত সফরও। যেটি ছিল ১২ বছর পর পাকিস্তানের ভারত সফর। 

শাহরিয়ারের মৃত্যুতে শোক জানিয়েছে পিসিবি। বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নাকবি বলেছেন, ‘পিসিবির পক্ষ থেকে, প্রাক্তন চেয়ারম্যান শাহরিয়ার খানের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি একজন চমৎকার প্রশাসক ছিলেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পাকিস্তান ক্রিকেটের সেবা করেছেন।’ 

তিনি আরও বলেছেন, ‘বোর্ডের প্রধান হিসেবে প্রশংসনীয় ভূমিকা এবং দেশে খেলার বৃদ্ধি ও উন্নয়নে তার সেবার জন্য পাকিস্তান ক্রিকেট প্রয়াত শাহরিয়ার খানের কাছে ঋণী থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত