Ajker Patrika

কোহলির উদযাপন পছন্দ করেন না উথাপ্পা 

কোহলির উদযাপন পছন্দ করেন না উথাপ্পা 

আক্রমণাত্মক মনোভাবের জন্য বিরাট কোহলিকে নিয়ে আলাপ-আলোচনা হয় প্রায়ই। গতকাল আবারও আলোচনায় এসেছেন ভারতীয় এই ব্যাটার। কোহলির উদযাপন নিয়ে কঠোর সমালোচনা করলেন রবীন উথাপ্পা।

আইপিএলে গতকাল লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শেষে মাঠ যেন পরিণত হয় ‘রণক্ষেত্রে।’ করমর্দনের সময় কথার লড়াইয়ে জড়ান লক্ষ্ণৌর পরামর্শক গৌতম গম্ভীর ও কোহলি। যা ভাইরাল হয়ে গেছে সামাজিকমাধ্যমে। কোহলি, গম্ভীর দুজনকেই ম্যাচ ফির শতভাগ জরিমানা করেছে বিসিসিআই। ম্যাচে কোহলি-গম্ভীরের দ্বন্দ্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে জিও সিনেমাকে উথাপ্পা বলেছেন, ‘যাই ঘটুক না কেন, প্রতিপক্ষকে সম্মান করা উচিত। খেলা যখন শেষ হবে, তখন খেলার সম্মানার্থে প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করা উচিত। কিন্তু গৌতম-কোহলি এবং অন্য খেলোয়াড়রা যে ধরনের আচারণ করেছে, তা দেখতে মোটেও ভালো লাগেনি। আমি কোহলির বড় ভক্ত কিন্তু তাঁর উদযাপনের নয়।’

গম্ভীর-কোহলির আইপিএলে এর আগেও বাকযুদ্ধ হয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ইনিংসের দশম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে লক্ষ্মীপতি বালাজির বলে ক্যাচ আউট হয়েছেন কোহলি। আউট হওয়ার পর তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি ও গম্ভীর। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে এসেছিলেন কলকাতায় তাঁরই সতীর্থ রজত ভাটিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত