Ajker Patrika

আবারও কেন পুলিশ হেফাজতে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৮: ০৭
আবারও কেন পুলিশ হেফাজতে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

মাইকেল স্ল্যাটারের সময়টা ভালো যাচ্ছে না মোটেও। একের পর এক অভিযোগের তির তাঁর দিকে। অভিযোগের বোঝায় জর্জরিত অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এখন পুলিশের রিমান্ডে। 

স্ল্যাটারের বিরুদ্ধে এক ডজনেরও বেশি অভিযোগ থাকায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে অস্ট্রেলিয়ার ব্যাটারের রিমান্ডে যাওয়ার কথা জানা গেছে। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইনসল্যান্ডের সানশাইন কোস্টে অপরাধকর্মের পরিপ্রেক্ষিতে ১৯ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। কাউকে অযাচিতভাবে উত্ত্যক্ত করা, ভয় দেখানোর মতো ঘরোয়া সহিংসতামূলক অভিযোগ রয়েছে। এ ছাড়া রাতে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানো, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন যেমন কাউকে শ্বাস রোধ করার মতো অভিযোগও রয়েছে। ঘটনাগুলো হিসেব করা হয়েছে ২০২৩-এর ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিল পর্যন্ত।

একই সঙ্গে স্ল্যাটারের বিরুদ্ধে জামিনের আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। ঘরোয়া সহিংসতাবিরোধী আইন ভাঙার ১০ অভিযোগ আনা হয়েছিল। সানসাইন কোস্টের নুসা হেডস এলাকায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। এখানে ঘরোয়া সহিংস ঘটনাগুলো নিয়ে গত কদিন ধরে আলোচনা চলছে। 

স্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগের ঘটনা এবারই প্রথম নয়। ২০২১-এর মে মাসে আইপিএল যখন হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন ভারত থেকে মালদ্বীপে ট্রানজিট নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে হয়। মালদ্বীপের এক পানশালায় ডেভিড ওয়ার্নারের সঙ্গে ঝগড়া-হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠেছিল। একই বছরের অক্টোবরে পারিবারিক সহিংসতায় গ্রেপ্তারও হয়েছিলেন স্ল্যাটার। 

১৯৯৩ সালের ৩ জুন অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্ল্যাটারের। ২০০৪ পর্যন্ত দীর্ঘ ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৭৪ টেস্ট ও ৪২ ওয়ানডে। ১১৬ ম্যাচে ৩৮.১৭ গড়ে করেছেন ৬ হাজার ২৯৯ রান। ১৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩০ ফিফটি। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত