Ajker Patrika

পাকিস্তান-লঙ্কার বিপক্ষে রান করা ‘নিষেধ’ হৃদয়ের

পাকিস্তান-লঙ্কার বিপক্ষে রান করা ‘নিষেধ’ হৃদয়ের

বিদেশের মাঠে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে স্মরণীয় করে রেখেছেন তাওহীদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। শ্রীলঙ্কায় গিয়ে হৃদয় জিতে এলেন হৃদয়। 

এবারের এলপিএলে হৃদয় খেলেছেন জাফনা কিংসের হয়ে। ৮ আগস্ট পর্যন্ত তাঁকে ছাড়পত্র দেয় বিসিবি। এ কারণে ৬ ম্যাচ খেলেই বাংলাদেশে চলে আসতে হয়েছে হৃদয়কে। ৬ ইনিংসে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন হৃদয়। দুর্দান্ত এক ফিফটিতে শুরু করেছিলেন টুর্নামেন্ট। জাফনা কিংস তাদের ফেসবুক পেজে গতকাল পোস্ট করেছিল, ‘তিনি এসেছেন, জয় করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের খুব উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। ধন্যবাদ হৃদয় ভাই।’ একই সঙ্গে জাফনা কিংসের কোচ ও সতীর্থরা হৃদয়ের সঙ্গে রসিকতাও করেছেন। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, কোচ থিলিনা কান্ডাম্বি ও দল হৃদয়কে শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি কান্ডাম্বি বলছেন, ‘অনেক রান কর তবে শ্রীলঙ্কার বিপক্ষে না।’ অন্য পাশ থেকে হৃদয়ের জাফনা সতীর্থ শোয়েব মালিককে বলতে শোনা গেছে, ‘পাকিস্তানের বিপক্ষেও করবে না।’ 

শ্রীলঙ্কা থেকে ফ্লাইটে গতকাল দুপুরে বাংলাদেশে ফিরেছেন হৃদয়। মিরপুরে সেই তৃপ্তি আর রোমাঞ্চের ছাপ স্পষ্ট ছিল বাংলাদেশ দলের তরুণ ব্যাটারের চোখেমুখেও। এলপিএলের অভিজ্ঞতার কথা জানতে চাইলে হাসি দিয়েই পরে আজকের পত্রিকাকে বললেন, ‘ভালো লেগেছে (হাসি), তবে সবকিছু নরমাল।’ হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তানে এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ আগস্ট। এলপিএলের অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগতে পারে বললেন হৃদয়, ‘কাজে আসতে পারে। নির্দিষ্ট দিনে কেমন করব সেটা হলো চ্যালেঞ্জ। তারপরও ওইখানে গিয়েছি, খেলেছি, সেখানকার উইকেট সম্পর্কে, গ্রাউন্ড সম্পর্কে ধারণা হয়েছে। একটু তো সাহায্য হবে আমার জন্য এবং আমার দলের জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত