ভারত–পাকিস্তান ম্যাচ শেষেই খোঁচার জবাব পেয়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক পেসার যাঁকে নিয়ে খোঁচা মেরেছিলেন সেই শচীন টেন্ডুলকারই ম্যাচ শেষে মজার ছলে জবাব দিয়েছিলেন। তবে ভারতীয় কিংবদন্তির জবাবটা পছন্দ হয়নি শ্রীশান্তের। তাই এবার নিজেই শোয়েবকে জবাব দিয়েছেন।
শোয়েবকে নিয়ে বড় এক খোঁচাই মেরেছেন শ্রীশান্ত। বিশ্বের দ্রুততম গতির বোলারকে স্পিনার বানিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, শোয়েবকে নাকি শচীন স্পিনারের মতো খেলতেন। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ভারতের সাবেক পেসার।
শোয়েবকে ভাই সম্বোধন করে শ্রীশান্ত বলেছেন, ‘শোয়েব ভাই কেন আপনি সব সময় এমনটা লেখেন। কোন জায়গায় আপনার সঙ্গে আমরা একমত হব। শচীন পাজিকে তিনি একবার আউট করেছিলেন। কিন্তু একটা সময় ছিল যখন শচীন পাজি শোয়েবকে স্পিনারের মতো খেলতেন। আমি আপনার বড় ভক্ত। তবে আপনি যদি শচীন পাজির সঙ্গে পাঙ্গা নেন তাহলে আমরা ছেড়ে কথা বলব না (হাসি)।’
গত ১৪ অক্টোবর ভারত–পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচকে সামনে রেখেই পাকিস্তানি ক্রিকেটারদের সাহস জোগানোর চেষ্টা করছিলেন তিনি। কেননা ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৭ বার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। তবে সেদিনও হারই সঙ্গী হয়েছে তাঁর দলের। ম্যাচ শুরুর আগের দিন শচীনকে আউট করার এক ছবি দিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আগামীকাল (১৪ অক্টোবর) যদি তোমরা এমন কিছু করতে চাও তাহলে মাথা ঠান্ডা রাখো।’
এমন খোঁচার জবাব ম্যাচ শেষেই পেয়ে যান শোয়েব। পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধান ৮–০ হওয়ার পর সামাজিক মাধ্যমে শচীন লিখেছিলেন, ‘বন্ধু, তোমার উপদেশ মেনেছি এবং সবকিছুই ঠান্ডা রেখেছি।’
ভারত–পাকিস্তান ম্যাচ শেষেই খোঁচার জবাব পেয়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক পেসার যাঁকে নিয়ে খোঁচা মেরেছিলেন সেই শচীন টেন্ডুলকারই ম্যাচ শেষে মজার ছলে জবাব দিয়েছিলেন। তবে ভারতীয় কিংবদন্তির জবাবটা পছন্দ হয়নি শ্রীশান্তের। তাই এবার নিজেই শোয়েবকে জবাব দিয়েছেন।
শোয়েবকে নিয়ে বড় এক খোঁচাই মেরেছেন শ্রীশান্ত। বিশ্বের দ্রুততম গতির বোলারকে স্পিনার বানিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, শোয়েবকে নাকি শচীন স্পিনারের মতো খেলতেন। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ভারতের সাবেক পেসার।
শোয়েবকে ভাই সম্বোধন করে শ্রীশান্ত বলেছেন, ‘শোয়েব ভাই কেন আপনি সব সময় এমনটা লেখেন। কোন জায়গায় আপনার সঙ্গে আমরা একমত হব। শচীন পাজিকে তিনি একবার আউট করেছিলেন। কিন্তু একটা সময় ছিল যখন শচীন পাজি শোয়েবকে স্পিনারের মতো খেলতেন। আমি আপনার বড় ভক্ত। তবে আপনি যদি শচীন পাজির সঙ্গে পাঙ্গা নেন তাহলে আমরা ছেড়ে কথা বলব না (হাসি)।’
গত ১৪ অক্টোবর ভারত–পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচকে সামনে রেখেই পাকিস্তানি ক্রিকেটারদের সাহস জোগানোর চেষ্টা করছিলেন তিনি। কেননা ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৭ বার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। তবে সেদিনও হারই সঙ্গী হয়েছে তাঁর দলের। ম্যাচ শুরুর আগের দিন শচীনকে আউট করার এক ছবি দিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আগামীকাল (১৪ অক্টোবর) যদি তোমরা এমন কিছু করতে চাও তাহলে মাথা ঠান্ডা রাখো।’
এমন খোঁচার জবাব ম্যাচ শেষেই পেয়ে যান শোয়েব। পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধান ৮–০ হওয়ার পর সামাজিক মাধ্যমে শচীন লিখেছিলেন, ‘বন্ধু, তোমার উপদেশ মেনেছি এবং সবকিছুই ঠান্ডা রেখেছি।’
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
১ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
২ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
৩ ঘণ্টা আগে