Ajker Patrika

বাংলাদেশের মেয়েদের বোলিংয়ে দিশেহারা ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৫: ৪৩
বাংলাদেশের মেয়েদের বোলিংয়ে দিশেহারা ভারত

টস জিতে ব্যাটিং করতে নামা ভারতের মেয়েদের ভালোই চেপে ধরেছেন বাংলাদেশের মেয়েরা। এই প্রতিবেদন লেখার সময় ৬৯ রানের মধ্যে ভারতের মেয়েদের ৬ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। 

ওপেনিং জুটিতে শুরুটা দারুণ করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছেন ভারতের মেয়েরা। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার ওপেনিং জুটি থেকে আসে ৩৩ রান। স্মৃতিকে বোল্ড করে এই জুটি ভাঙেন নাহিদা আক্তার। একই রানে সোবহানা মোস্তারির ক্যাচ বানিয়ে শেফালিকে ফেরান সুলতানা খাতুন। সুলতানার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে শূন্য রানেই আউট হন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর। 

চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেন স্ততিকা ভাটিয়া ও জেমিমা রদ্রিগেজ। তবে ১৫ রানের এই জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। বোলারের চেয়ে এই উইকেটের বড় কৃতিত্ব ফাহিমা খাতুনের। দুর্দান্ত এক ক্যাচ নিয়ে স্ততিকাকে ফেরান তিনি। ১৩ বলে ১১ রান করেন তিনি।

এরপর ১৩ রানের ব্যবধানে জেমিমা ও হারলিন দেওল আউট হলে বিপদ বাড়ে ভারতের মেয়েদের। রাবেয়া খানের বলে নিগার সুলতানা জ্যোতির হাতে স্ট্যাম্পিংয়ের শিকার হন জেমিমা। নিজের তৃতীয় শিকার বানিয়ে উইকেটে রানের জন্য সংগ্রাম করতে থাকা হারলিনকে ফেরান সুলতানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত