Ajker Patrika

বিগ ব্যাশ ফাইনাল খেললেই বিনামূল্যে মিলবে বিয়ার! 

বিগ ব্যাশ ফাইনাল খেললেই বিনামূল্যে মিলবে বিয়ার! 

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ঘরোয়া টি-২০ আসর বিগ ব্যাশ লিগের ফাইনালে আগামীকাল শুক্রবার পার্থ স্করচার্সের মুখোমুখি হবে সিডনি সিক্সার্স। 

তবে ফাইনালের আগে করোনাভাইরাসের ধাক্কায় রীতিমতো বিপর্যস্ত সিডনি। সঙ্গে যোগ হয়েছে চোট। পরিস্থিতি কার্যত এমন পর্যায়ে পৌঁছেছে যে, ফাইনালে একাদশ সাজানো নিয়েই হিমশিম অবস্থা দলটির। 

‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে স্টিভ স্মিথ খেলার অনুমতি না পাওয়া। এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) শুধু কটাক্ষই করেননি সিডনির অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান, দলের একাদশ গড়তে খেলোয়াড়ও খুঁজতে শুরু করেছেন তিনি। ঘোষণা দিয়েছেন, আগামীকাল মেলবোর্নে কেউ বিগ ব্যাশের ফাইনাল খেলতে রাজি হলে তাঁকে বিনাম্যূল্যে বিয়ার দেওয়া হবে। 

গত বছর বাংলাদেশ সফরে সাকিব আল হাসানের এক ওভারে পাঁচ ছক্কা মারা ক্রিস্টিয়ান আজ টুইটারে লিখেছেন, ‘মেলবোর্নে আগামীকাল রাতে ক্রিকেট খেলতে চান, এমন কাউকে আহ্বান জানাচ্ছি। আমাদের দল মাঠে নামানোর মতো করোনামুক্ত ও ফিট ১১ জন খেলোয়াড়কে পাচ্ছে না। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ঘাম ঝরানো শুরু হবে। তারপর বিনামূল্যে বিয়ার দেওয়া হবে। আগ্রহীরা আমাকে বার্তা পাঠান।’ 

ফাইনালের আগে সিডনি সিক্সার্সের তিন খেলোয়াড় জশ ফিলিপে, মিকি এডওয়ার্ডস ও জ্যাক এডওয়ার্ডস করোনা পজিটিভ হয়েছেন। চোটে পড়ে অধিনায়ক মইসেস হেনরিক্স, ড্যানিয়েল হিউস, স্টিভেন ও’কিফ ও জর্ডান সিল্কের খেলা নিয়ে আছে সংশয়। ফাইনালে অনিশ্চিত। মূলত দলের দুরবস্থা তুলে ধরতেই এই টুইট করেছেন ক্রিস্টিয়ান। 
ক্রিস্টিয়ানের পোস্টে আবার রিটুইট করেছেন এবি ডি ভিলিয়ার্স, ‘আমি ইচ্ছুক। তুমি কি ৪ ওভার নিশ্চিত করতে পারবে?’ 

জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে ক্রিস্টিয়ান লিখেছেন, ‘কোনো টেস্ট ক্রিকেটার চলবে না।’ এই মন্তব্যের মাধ্যমে ক্রিস্টিয়ান আসলে স্মিথের আবেদন খারিজ হয়ে যাওয়ায় অজি বোর্ডকে তোপ দেগেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত