অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ঘরোয়া টি-২০ আসর বিগ ব্যাশ লিগের ফাইনালে আগামীকাল শুক্রবার পার্থ স্করচার্সের মুখোমুখি হবে সিডনি সিক্সার্স।
তবে ফাইনালের আগে করোনাভাইরাসের ধাক্কায় রীতিমতো বিপর্যস্ত সিডনি। সঙ্গে যোগ হয়েছে চোট। পরিস্থিতি কার্যত এমন পর্যায়ে পৌঁছেছে যে, ফাইনালে একাদশ সাজানো নিয়েই হিমশিম অবস্থা দলটির।
‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে স্টিভ স্মিথ খেলার অনুমতি না পাওয়া। এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) শুধু কটাক্ষই করেননি সিডনির অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান, দলের একাদশ গড়তে খেলোয়াড়ও খুঁজতে শুরু করেছেন তিনি। ঘোষণা দিয়েছেন, আগামীকাল মেলবোর্নে কেউ বিগ ব্যাশের ফাইনাল খেলতে রাজি হলে তাঁকে বিনাম্যূল্যে বিয়ার দেওয়া হবে।
গত বছর বাংলাদেশ সফরে সাকিব আল হাসানের এক ওভারে পাঁচ ছক্কা মারা ক্রিস্টিয়ান আজ টুইটারে লিখেছেন, ‘মেলবোর্নে আগামীকাল রাতে ক্রিকেট খেলতে চান, এমন কাউকে আহ্বান জানাচ্ছি। আমাদের দল মাঠে নামানোর মতো করোনামুক্ত ও ফিট ১১ জন খেলোয়াড়কে পাচ্ছে না। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ঘাম ঝরানো শুরু হবে। তারপর বিনামূল্যে বিয়ার দেওয়া হবে। আগ্রহীরা আমাকে বার্তা পাঠান।’
ফাইনালের আগে সিডনি সিক্সার্সের তিন খেলোয়াড় জশ ফিলিপে, মিকি এডওয়ার্ডস ও জ্যাক এডওয়ার্ডস করোনা পজিটিভ হয়েছেন। চোটে পড়ে অধিনায়ক মইসেস হেনরিক্স, ড্যানিয়েল হিউস, স্টিভেন ও’কিফ ও জর্ডান সিল্কের খেলা নিয়ে আছে সংশয়। ফাইনালে অনিশ্চিত। মূলত দলের দুরবস্থা তুলে ধরতেই এই টুইট করেছেন ক্রিস্টিয়ান।
ক্রিস্টিয়ানের পোস্টে আবার রিটুইট করেছেন এবি ডি ভিলিয়ার্স, ‘আমি ইচ্ছুক। তুমি কি ৪ ওভার নিশ্চিত করতে পারবে?’
জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে ক্রিস্টিয়ান লিখেছেন, ‘কোনো টেস্ট ক্রিকেটার চলবে না।’ এই মন্তব্যের মাধ্যমে ক্রিস্টিয়ান আসলে স্মিথের আবেদন খারিজ হয়ে যাওয়ায় অজি বোর্ডকে তোপ দেগেছেন।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ঘরোয়া টি-২০ আসর বিগ ব্যাশ লিগের ফাইনালে আগামীকাল শুক্রবার পার্থ স্করচার্সের মুখোমুখি হবে সিডনি সিক্সার্স।
তবে ফাইনালের আগে করোনাভাইরাসের ধাক্কায় রীতিমতো বিপর্যস্ত সিডনি। সঙ্গে যোগ হয়েছে চোট। পরিস্থিতি কার্যত এমন পর্যায়ে পৌঁছেছে যে, ফাইনালে একাদশ সাজানো নিয়েই হিমশিম অবস্থা দলটির।
‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে স্টিভ স্মিথ খেলার অনুমতি না পাওয়া। এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) শুধু কটাক্ষই করেননি সিডনির অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান, দলের একাদশ গড়তে খেলোয়াড়ও খুঁজতে শুরু করেছেন তিনি। ঘোষণা দিয়েছেন, আগামীকাল মেলবোর্নে কেউ বিগ ব্যাশের ফাইনাল খেলতে রাজি হলে তাঁকে বিনাম্যূল্যে বিয়ার দেওয়া হবে।
গত বছর বাংলাদেশ সফরে সাকিব আল হাসানের এক ওভারে পাঁচ ছক্কা মারা ক্রিস্টিয়ান আজ টুইটারে লিখেছেন, ‘মেলবোর্নে আগামীকাল রাতে ক্রিকেট খেলতে চান, এমন কাউকে আহ্বান জানাচ্ছি। আমাদের দল মাঠে নামানোর মতো করোনামুক্ত ও ফিট ১১ জন খেলোয়াড়কে পাচ্ছে না। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ঘাম ঝরানো শুরু হবে। তারপর বিনামূল্যে বিয়ার দেওয়া হবে। আগ্রহীরা আমাকে বার্তা পাঠান।’
ফাইনালের আগে সিডনি সিক্সার্সের তিন খেলোয়াড় জশ ফিলিপে, মিকি এডওয়ার্ডস ও জ্যাক এডওয়ার্ডস করোনা পজিটিভ হয়েছেন। চোটে পড়ে অধিনায়ক মইসেস হেনরিক্স, ড্যানিয়েল হিউস, স্টিভেন ও’কিফ ও জর্ডান সিল্কের খেলা নিয়ে আছে সংশয়। ফাইনালে অনিশ্চিত। মূলত দলের দুরবস্থা তুলে ধরতেই এই টুইট করেছেন ক্রিস্টিয়ান।
ক্রিস্টিয়ানের পোস্টে আবার রিটুইট করেছেন এবি ডি ভিলিয়ার্স, ‘আমি ইচ্ছুক। তুমি কি ৪ ওভার নিশ্চিত করতে পারবে?’
জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে ক্রিস্টিয়ান লিখেছেন, ‘কোনো টেস্ট ক্রিকেটার চলবে না।’ এই মন্তব্যের মাধ্যমে ক্রিস্টিয়ান আসলে স্মিথের আবেদন খারিজ হয়ে যাওয়ায় অজি বোর্ডকে তোপ দেগেছেন।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৩ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
৪ ঘণ্টা আগে