Ajker Patrika

বাংলাদেশের চেয়ে আফগানদের এগিয়ে রাখছেন মিসবাহ–মালিকরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৮
রাতে মুখোমুখি হবে বাংলাদেশ–আফগানিস্তান। ছবি: সংগৃহীত
রাতে মুখোমুখি হবে বাংলাদেশ–আফগানিস্তান। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে লিটন দাসদের চেয়ে রশিদ খানদের জয়ের সম্ভাবনা বেশি দেখছেন পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটার মিসবাহ উল হক, শোয়েব মালিক ও উমর গুল।

মূলত সাম্প্রতিক ফর্ম এবং শরীরী ভাষার কারণে আফগানিস্তানকে এগিয় রাখছেন তারা। এদিক থেকে বেশ পিছিয় আছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব বেশি ভোগাচ্ছে তাদের। বিপরীতে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সাদিকুল্লাহ অতল, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাইরা। এছাড়া বোলিং এবং ফিল্ডিংয়েও দারুণ সময় পার করছে আফগানিস্তানের ক্রিকেটাররা। সব মিলিয়ে তাই আফগানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুব কমই দেখছেন মিসবাহ, মালিকরা।

গেম অন শোতে হাজির হয়ে মিসবাহ বলেন, ‘সাম্প্রতিক পারফরম্যান্স বলছে–বাংলাদেশকে আরও ভালো করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মনে হয়েছে তাদের জয়ের তাড়না ছিল না। অথচ আফগানিস্তানকে দেখুন। মাঠে ওরা এমনভাবে খেলেছে তাতে মনে হয়েছে যেন তাদের কাছে সেটাই ফাইনাল ম্যাচ। দুই দলের মধ্যে এটাই বড় পার্থক্য।’

দুই দলের পার্থক্য দেখাতে গিয় মালিক বলেন, ‘শরীরী ভাষায় আফগানিস্তান এগিয়ে আছে। এটার লাভ হলো; দলের দুই একজন ফর্মে না থাকলেও আপনি জিতে যাবেন। তাই আফগানিস্তানকে হারাতে চাইলো বাংলাদেশকে শরীরী ভাষায় পরিবর্তন আনতে হবে। এদিক থেকে তারা বেশ পিছিয়ে।’

আফগানিস্তানের বিপক্ষে জিততে চাইলে বাংলাদেশের ব্যাটারদের ভালো করতে হবে বলে মনে করেন গুল, ‘বাংলাদেশের ব্যাটাররা ছন্দে নেই। লিটন রানের দেখা পাচ্ছে। কিন্তু উপরে নিচে বাকিরা রান করতে পারছে না। জাকের ব্যাট হাতে ছন্দে আছে। কিন্তু আপনি সেটাকে দারুণ কিছু বলতে পারবেন না। এদিক থেকে আফগানিস্তানের ব্যাটাররা দারুণ করছে। গুরবাজ ফর্মে নেই। কিন্তু বাকিরা রান পাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাঁকে

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

হতাশায় শেষ হচ্ছে ইলিশের মৌসুম, আসছে নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত