Ajker Patrika

হাথুরুকে বাদ দেওয়ার পক্ষে নতুন বিসিবি সভাপতি, তবে...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৭: ৪০
হাথুরুকে বাদ দেওয়ার পক্ষে নতুন বিসিবি সভাপতি, তবে...

একজন সাবেক অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। সব মিলিয়ে বিসিবির ১৫ তম সভাপতির দায়িত্ব পেয়েছেন আজ থেকে। সরকার পরিবর্তনের পর কঠিন সময়ে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন তিনি। 

আজ বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত বোর্ড সভায় ভার্চুয়ালি পদত্যাগের ঘোষণা দেন সভাপতি পাপন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় বিসিবির নতুন সভাপতি ৫৮ বছর বয়সী ফারুক আহমদকে। যিনি দুই মেয়াদে বাংলাদেশ দলের প্রধান নির্বাচকও ছিলেন। 

এবার ফারুকের দায়িত্ব আরও বাড়ল। দায়িত্ব নেওয়ার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত সুরে বললেন, ‘আমি খুবই সৌভাগ্যবান। ধন্যবাদ সর্বশক্তিমান আল্লাহকে। তিনি যাকে ইচ্ছে নিচে নামান, যাকে ইচ্ছে সম্মানিত করেন।’ 

 ১৬ বছর ধরে ঘুরে-ফিরে একটা চক্রই বিসিবি পরিচালনা করছিলেন। সর্বক্ষেত্রেই অনিয়মের বিস্তর প্রশ্ন। ফারুকের সামনে বড় চ্যালেঞ্জও এসব সংস্কার করে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ফেরানো। তিনি নিজেও ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেই। 

ওই সময় ফারুক আহমেদের দল নির্বাচনে কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে ‘হস্তক্ষেপের’ অভিযোগ শোনা গিয়েছিল। সেটি ছিল লঙ্কান কোচের প্রথম মেয়াদে। এবার বিসিবি সভাপতি হয়ে আসার পরও হাথুরুকে কোচ হিসেবে পেলেন তিনি। বাংলাদেশের সঙ্গে হাথুরুর দ্বিতীয় মেয়াদের চুক্তি শেষ হবে আগামী বছরের শুরুর দিকে। তাঁর ব্যাপারে অনেক সময় সংবাদমাধ্যম কথাও বলেছেন ফারুক। 

এবার হাথুরুর ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে বিসিবি? ইতিমধ্যে তাঁর সঙ্গে তামিম ইকবালসহ সিনিয়র ক্রিকেটারদের উষ্ণ সম্পর্কের আভাস পাওয়া গেছে। সভাপতি হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে হাথুরুকে বাদ দেওয়ার ইঙ্গিতই যেন দিয়ে রাখলেন ফারুক, ‘চন্ডিকা হাথুরুসিংহের সঠিক চুক্তির ব্যাপারটা (মেয়াদ) আমি জানি না। আমি কিন্তু আগের অবস্থানেই আছি (হাথুরুর ব্যাপারে বক্তব্য)। আমার মনে হয়, যেটা আমি বলেছি, ওটা থেকে বের হয়ে যাই না।’ 

এবার বোর্ডের সার্বিক ব্যাপার দেখতে হবে ফারুককে। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন, ‘এখন অফিশিয়ালি আমাকে কিছু জিনিস দেখতে হবে, কীভাবে কী করা দরকার। তার (হাথুরুর) চেয়ে ভালো কাউকে পেলাম কি না বা তার কাছাকাছি বা ছোট কাউকে পেলাম কি না, যে আমাদের ভালো সেবা দিতে পারবে, এটা দেখব। তারপর সিইও আছেন, আমাদের আগে যারা কাজ করেছে তাদের সঙ্গে কথা বলে নেব। আমি নিজের অবস্থান থেকে সরিনি আসলে।’ 

 ১৯৮৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন ফারুক। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দ্বিতীয় মেয়াদে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের জুনে পদত্যাগ করেন। এ সময়ে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সেরা সময় কাটায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ