Ajker Patrika

পরেরবার আসল মিস্টার বিনকে পাঠাবেন, বললেন জিম্বাবুয়ের রাষ্ট্রপতি

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৫: ৪৫
পরেরবার আসল মিস্টার বিনকে পাঠাবেন, বললেন জিম্বাবুয়ের রাষ্ট্রপতি

পার্থে গতকাল শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। তাতে রীতিমতো প্রশংসায় ভাসছে জিম্বাবুয়ে। অভিনন্দন জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি এমারসন ন্যাঙ্গাগোয়া নিজেও। 

জিম্বাবুয়ের জয়ে এমারসন অবশ্য মজা করে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি এখানে জনপ্রিয় কৌতুক অভিনেতা ‘মিস্টার বিন’-এর কথা উল্লেখ করেছেন। রাষ্ট্রপতির টুইট, ‘জিম্বাবুয়ের অসাধারণ জয়। শেভ্রনদের অভিনন্দন। পরেরবার আসল মিস্টার বিনকে পাঠাবেন।’

পাকিস্তানের পরাজয়ে প্রায়ই বীরেন্দর শেবাগকে সামাজিক মাধ্যমে মন্তব্য করতে দেখা যায়। জিম্বাবুয়ের রাষ্ট্রপতির টুইটের জবাবে শেবাগ বললেন, ‘হাহা, রাষ্ট্রপতিই তো খেলে দিলেন।’

জিম্বাবুয়েকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। টুইটারে শরীফ বলেন, ‘আমাদের আসল মিস্টার বিন নেই। তবে আমাদের ‘ক্রিকেটিং স্পিরিট’ আছে। আমরা অনেক দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারি। অভিনন্দন রাষ্ট্রপতি। আপনার দল দারুণ খেলেছে।’

প্রথম রাউন্ডে দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে ওঠে জিম্বাবুয়ে। সুপার টুয়েলভে জিম্বাবুয়ে এখনো কোনো ম্যাচ হারেনি। হোবার্টে ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আর গতকাল পার্থে পাকিস্তানের বিপক্ষে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় জিম্বাবুয়ে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ ৩ নম্বরে আছে আফ্রিকা মহাদেশের এই দেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত