দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
সেই ম্যাচের আগে সবচেয়ে বড় চমক দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরু থেকে দলটিকে নেতৃত্ব দিয়ে আসা ধোনি কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই অধিনায়কত্ব ছেড়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আজ নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে চেন্নাই। জানিয়েছে, কিপার-ব্যাটার হিসেবে এই মৌসুম খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
২০১২ সালে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাইয়ে যোগ দেন জাদেজা। দলটির তৃতীয় অধিনায়ক হলেন তিনি। চোটের কারণে ধোনির অনুপস্থিতিতে দলকে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।
হুট করে অধিনায়কত্ব ছাড়া ধোনির জন্য অবশ্য নতুন কিছু নয়। ভারতেরও নেতৃত্ব তিনি আচমকা ছেড়েছিলেন।
আইপিএলের আগের ১৪ মৌসুমে ১২ বারই চেন্নাইয়ের নেতা হিসেবে দেখা গেছে ধোনি। দলটি ৪ বার শিরোপা জিতেছে তাঁর অধীনেই। ম্যাচ গড়াপেটার অভিযোগে মাঝে চেন্নাই দুই বছর নিষিদ্ধ ছিল। ওই দুই মৌসুমের একটিতে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন তিনি।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশি বিশ্বনাথান বলেছেন, ‘নেতৃত্বের পালাবদল সহজ করতে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে ধোনি। ওর মনে হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য জাদেজা এখন প্রস্তুত ও সে-ই আদর্শ খেলোয়াড়।’
ধোনির আইপিএল ক্যারিয়ার আর কত দূর এগোবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। গত নভেম্বরে এক অনুষ্ঠানে ৪০ বছর বয়সী তারকা জানিয়েছিলেন, আরও এক মৌসুম খেলতে চান তিনি। সে হিসেবে এবারের আইপিএল খেলেই ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রাখতে পারেন তিনি।
দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
সেই ম্যাচের আগে সবচেয়ে বড় চমক দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরু থেকে দলটিকে নেতৃত্ব দিয়ে আসা ধোনি কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই অধিনায়কত্ব ছেড়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আজ নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে চেন্নাই। জানিয়েছে, কিপার-ব্যাটার হিসেবে এই মৌসুম খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
২০১২ সালে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাইয়ে যোগ দেন জাদেজা। দলটির তৃতীয় অধিনায়ক হলেন তিনি। চোটের কারণে ধোনির অনুপস্থিতিতে দলকে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।
হুট করে অধিনায়কত্ব ছাড়া ধোনির জন্য অবশ্য নতুন কিছু নয়। ভারতেরও নেতৃত্ব তিনি আচমকা ছেড়েছিলেন।
আইপিএলের আগের ১৪ মৌসুমে ১২ বারই চেন্নাইয়ের নেতা হিসেবে দেখা গেছে ধোনি। দলটি ৪ বার শিরোপা জিতেছে তাঁর অধীনেই। ম্যাচ গড়াপেটার অভিযোগে মাঝে চেন্নাই দুই বছর নিষিদ্ধ ছিল। ওই দুই মৌসুমের একটিতে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন তিনি।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশি বিশ্বনাথান বলেছেন, ‘নেতৃত্বের পালাবদল সহজ করতে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে ধোনি। ওর মনে হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য জাদেজা এখন প্রস্তুত ও সে-ই আদর্শ খেলোয়াড়।’
ধোনির আইপিএল ক্যারিয়ার আর কত দূর এগোবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। গত নভেম্বরে এক অনুষ্ঠানে ৪০ বছর বয়সী তারকা জানিয়েছিলেন, আরও এক মৌসুম খেলতে চান তিনি। সে হিসেবে এবারের আইপিএল খেলেই ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রাখতে পারেন তিনি।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে