Ajker Patrika

‘মারো মুঝে মারো’র সেই পাক ভক্ত এবার কাঁদলেন জয়ের আনন্দে

‘মারো মুঝে মারো’র সেই পাক ভক্ত এবার কাঁদলেন জয়ের আনন্দে

ভারতের কাছে পাকিস্তান সবশেষ হেরেছিল ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে। হারের পর স্টেডিয়ামের বাইরে এক পাকিস্তানি ভক্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সেই ভক্ত ‘মারো মুঝে মারো’ বলে কাঁদতে কাঁদতে আক্ষেপ করেছিলেন। এবার ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয়ের পর আবারও আলোচনায় সেই পাকিস্তানি ভক্ত মোমিন শাকিব।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিশ্বমঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছে পুরো পাকিস্তান। তবে পাকিস্তান ভক্তদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি আবেগ ছুঁয়ে গেছে মোমিনকে। এবারও কেঁদেছেন এই পাকিস্তানি সমর্থক। তবে এবার কেঁদেছেন অবশ্য জয়ের আনন্দে। 

ইতিহাস গড়া এমন জয়ের পর গতকাল সারা রাত জেগে ছিলেন পাকিস্তানের আলোচিত এই ভক্ত। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন মোমিন। ভিডিওতে তিনি বলেন, ‘সকাল সাড়ে নয়টা বেজে গেছে। এখনো ঘুম আসছে না। ঘুমিয়ে পড়লে জেতার আমেজটা চলে যাবে না তো? ১০ উইকেটে জিতেছি আমরা, ১০ উইকেটে। কত দিনের ইচ্ছা ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতব। এবার জিতেছি। সেটিও আবার ১০ উইকেটে। আমার ঘুমই আসছে না। আমাকে কেউ দুবাই স্টেডিয়ামে নিয়ে যাও, আমি ওখানেই ঘুমিয়ে পড়ব। বাবর আজম তোমাকে ভালোবাসি।’
 
গতকাল ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ১৫১ রান করে ভারত। দলের পক্ষে ফিফটি করেন অধিনায়ক বিরাট কোহলি। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন। বিশ্বকাপে পাকিস্তানের পরের ম্যাচ আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত