আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা খুব ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। অফফর্মের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। সিংহাসন খুইয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবের অবনতি হলেও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমেছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২২৩। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের মাইলফলক—যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে এই ডাবল ছুঁয়েছেন ঠিকই। তবে সিরিজজুড়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। যুক্তরাষ্ট্র সিরিজে ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে করেছেন ৩৬ রান। ৭.৪০ ইকোনমিতে নেন ১ উইকেট। সাকিবকে হটিয়ে শীর্ষ অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২২৮। বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন সাকিব।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৫৮৩। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডটা তিনি গড়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। চলতি সপ্তাহের শনিবার হিউস্টনে বাংলাদেশের ধবলধোলাই এড়ানোর ম্যাচে ৪ ওভারে ১০ রান খরচ করে নেন ৬ উইকেট। ১০ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস প্রশংসা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে।
বিশ্বকাপের আগে পাকিস্তান-ইংল্যান্ড চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই দলের জন্য একরকম প্রস্তুতিমূলক সিরিজ। তবে এই সিরিজে চলছে বৃষ্টির খেলা। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। হয়েছে শুধু এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই ম্যাচটিই প্রভাব ফেলেছে আইসিসির র্যাঙ্কিংয়ে। ৫১ বলে ৮৪ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন জস বাটলার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ফিল সল্ট, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, যশস্বী জয়সওয়াল—এই পাঁচ ব্যাটার আগের মতোই ২ থেকে ৬ নম্বরে অবস্থান করছেন। পাঁচ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং। কিংয়ের নেতৃত্বে উইন্ডিজ কদিন আগে দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে ৩৬ রানে নেন ৩ উইকেট। সমান ৬৩১ রেটিং পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যৌথভাবে ১১ নম্বরে অ্যাডাম জাম্পা। ৭২২ ও ৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে অবস্থান করছেন আদিল রশিদ ও হাসারাঙ্গা। শ্রীলঙ্কার মাহিশ তিকশানা ও ভারতের রবি বিষ্ণুই—দুজনে সমান ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে চারে। তিনে আছেন অক্ষর প্যাটেল। তিকশানা, বিষ্ণুই ও অক্ষর—প্রত্যেকেই এক ধাপ করে এগিয়েছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা খুব ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। অফফর্মের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। সিংহাসন খুইয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবের অবনতি হলেও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমেছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২২৩। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের মাইলফলক—যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে এই ডাবল ছুঁয়েছেন ঠিকই। তবে সিরিজজুড়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। যুক্তরাষ্ট্র সিরিজে ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে করেছেন ৩৬ রান। ৭.৪০ ইকোনমিতে নেন ১ উইকেট। সাকিবকে হটিয়ে শীর্ষ অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২২৮। বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন সাকিব।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৫৮৩। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডটা তিনি গড়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। চলতি সপ্তাহের শনিবার হিউস্টনে বাংলাদেশের ধবলধোলাই এড়ানোর ম্যাচে ৪ ওভারে ১০ রান খরচ করে নেন ৬ উইকেট। ১০ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস প্রশংসা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে।
বিশ্বকাপের আগে পাকিস্তান-ইংল্যান্ড চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই দলের জন্য একরকম প্রস্তুতিমূলক সিরিজ। তবে এই সিরিজে চলছে বৃষ্টির খেলা। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। হয়েছে শুধু এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই ম্যাচটিই প্রভাব ফেলেছে আইসিসির র্যাঙ্কিংয়ে। ৫১ বলে ৮৪ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন জস বাটলার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ফিল সল্ট, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, যশস্বী জয়সওয়াল—এই পাঁচ ব্যাটার আগের মতোই ২ থেকে ৬ নম্বরে অবস্থান করছেন। পাঁচ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং। কিংয়ের নেতৃত্বে উইন্ডিজ কদিন আগে দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে ৩৬ রানে নেন ৩ উইকেট। সমান ৬৩১ রেটিং পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যৌথভাবে ১১ নম্বরে অ্যাডাম জাম্পা। ৭২২ ও ৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে অবস্থান করছেন আদিল রশিদ ও হাসারাঙ্গা। শ্রীলঙ্কার মাহিশ তিকশানা ও ভারতের রবি বিষ্ণুই—দুজনে সমান ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে চারে। তিনে আছেন অক্ষর প্যাটেল। তিকশানা, বিষ্ণুই ও অক্ষর—প্রত্যেকেই এক ধাপ করে এগিয়েছেন।
আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে