অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন হলে লঞ্চে করে নেওয়া হবে শিরোপা—ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান মালিক এমন ঘোষণা দিয়েছিলেন ২০২৪ সালে। সেবারই তারা প্রথমবারের মতো বরিশাল জেতে বিপিএল শিরোপা। এবারও সেটার পুনরাবৃত্তি করতে চায় বরিশাল।
তামিম ইকবালের নেতৃত্বে ২০২৪ বিপিএল শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। সেবার দলের কোচ ছিলেন মিজানুর রহমান বাবুল। এবারও বাবুল-তামিম আছেন বরিশালে। দলটি প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি উঠেছে ফাইনালে। শিরোপা ধরে রাখতে বরিশাল কতটা আত্মবিশ্বাসী, সেটা আজ কোচ বাবুলের কথায় বোঝা গেছে। বরিশাল কোচ বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া। আমরা সেই লক্ষ্যে স্থির থেকেছি। দলের প্রতিটি সদস্যের পরিশ্রম, বন্ধন, এবং চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা আমাদের এখানে নিয়ে এসেছে। ৭ ফেব্রুয়ারি আমরা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠে নামব।’
তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম গত বারের চ্যাম্পিয়ন বরিশাল দলে ছিলেন। এবারের বিপিএলেও আছেন বাংলাদেশের এই তিন তারকা ক্রিকেটার। পাশাপাশি নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের মতো দুই দেশি ক্রিকেটারকে নিয়েছে বরিশাল। দলের এমন ছন্দে থাকার পেছনে ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন বাবুল। বরিশাল কোচ বলেন, ‘আমাদের সাফল্যের বড় কারণ হলো দলীয় ঐক্য আর আবেগ। প্রত্যেক ক্রিকেটারের দলের প্রতি নিবেদন আর দরদ রয়েছে। গত মৌসুমের চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ ক্রিকেটারকে এবারও ধরে রাখার চেষ্টা করেছি। এটা দলের মানসিকতা ও পারফরম্যান্সে দারুণ প্রভাব ফেলেছে।’
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এই ম্যাচের জয়ী দল হবে ফাইনালে বরিশালের প্রতিপক্ষ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে কার বিপক্ষে খেলতে হবে, সেটা নিয়ে ভাবছেন না বাবুল। বরিশালের কোচ বলেন, ‘আমাদের জন্য প্রতিপক্ষ কোনো বড় বিষয় নয়। যেই দলই আসুক, আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমি কখনোই বলব না যে আমরা এই দলকে চাই বা ওকে চাই। কারণ, প্রতিটি দলই সম্মানের যোগ্য। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের সবার সঙ্গেই জিততে হবে। আজকের দ্বিতীয় কোয়ালিফায়ারের দুই দলকে শুভ কামনা।’
তাওহিদ হৃদয় লিগ পর্বের প্রথম ১২ ম্যাচে কোনো ফিফটি করতে পারেননি। তবে প্রথম কোয়ালিফায়ারে ৫৪ বলে ৮২ রানের ইনিংস খেলে বরিশালকে সরাসরি ওঠাতে দারুণ অবদান রাখেন তিনি। হৃদয়কে নিয়ে কথা বলতে গিয়ে বাবুল বলেন, ‘তাওহিদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ছিল। আমরা জানতাম, তার মধ্যে প্রতিভা এবং ইচ্ছাশক্তি আছে। যদিও পুরো মৌসুমে রান করতে পারছিল না, তবে শেষ ম্যাচে সে নিজেকে মেলে ধরেছে। মানসিক চাপে থাকা অবস্থায় তাকে আমরা সবসময় সমর্থন দিয়েছি, অনুপ্রেরণা দিয়েছি। সে নিজের চেষ্টায় সেই অবস্থা থেকে বের হয়ে এসেছে। এই ইনিংস শুধু তার জন্যই নয়, পুরো দলের জন্য উৎসাহের কারণ।’
চ্যাম্পিয়ন হলে লঞ্চে করে নেওয়া হবে শিরোপা—ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান মালিক এমন ঘোষণা দিয়েছিলেন ২০২৪ সালে। সেবারই তারা প্রথমবারের মতো বরিশাল জেতে বিপিএল শিরোপা। এবারও সেটার পুনরাবৃত্তি করতে চায় বরিশাল।
তামিম ইকবালের নেতৃত্বে ২০২৪ বিপিএল শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। সেবার দলের কোচ ছিলেন মিজানুর রহমান বাবুল। এবারও বাবুল-তামিম আছেন বরিশালে। দলটি প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি উঠেছে ফাইনালে। শিরোপা ধরে রাখতে বরিশাল কতটা আত্মবিশ্বাসী, সেটা আজ কোচ বাবুলের কথায় বোঝা গেছে। বরিশাল কোচ বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া। আমরা সেই লক্ষ্যে স্থির থেকেছি। দলের প্রতিটি সদস্যের পরিশ্রম, বন্ধন, এবং চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা আমাদের এখানে নিয়ে এসেছে। ৭ ফেব্রুয়ারি আমরা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠে নামব।’
তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম গত বারের চ্যাম্পিয়ন বরিশাল দলে ছিলেন। এবারের বিপিএলেও আছেন বাংলাদেশের এই তিন তারকা ক্রিকেটার। পাশাপাশি নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের মতো দুই দেশি ক্রিকেটারকে নিয়েছে বরিশাল। দলের এমন ছন্দে থাকার পেছনে ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন বাবুল। বরিশাল কোচ বলেন, ‘আমাদের সাফল্যের বড় কারণ হলো দলীয় ঐক্য আর আবেগ। প্রত্যেক ক্রিকেটারের দলের প্রতি নিবেদন আর দরদ রয়েছে। গত মৌসুমের চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ ক্রিকেটারকে এবারও ধরে রাখার চেষ্টা করেছি। এটা দলের মানসিকতা ও পারফরম্যান্সে দারুণ প্রভাব ফেলেছে।’
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এই ম্যাচের জয়ী দল হবে ফাইনালে বরিশালের প্রতিপক্ষ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে কার বিপক্ষে খেলতে হবে, সেটা নিয়ে ভাবছেন না বাবুল। বরিশালের কোচ বলেন, ‘আমাদের জন্য প্রতিপক্ষ কোনো বড় বিষয় নয়। যেই দলই আসুক, আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমি কখনোই বলব না যে আমরা এই দলকে চাই বা ওকে চাই। কারণ, প্রতিটি দলই সম্মানের যোগ্য। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের সবার সঙ্গেই জিততে হবে। আজকের দ্বিতীয় কোয়ালিফায়ারের দুই দলকে শুভ কামনা।’
তাওহিদ হৃদয় লিগ পর্বের প্রথম ১২ ম্যাচে কোনো ফিফটি করতে পারেননি। তবে প্রথম কোয়ালিফায়ারে ৫৪ বলে ৮২ রানের ইনিংস খেলে বরিশালকে সরাসরি ওঠাতে দারুণ অবদান রাখেন তিনি। হৃদয়কে নিয়ে কথা বলতে গিয়ে বাবুল বলেন, ‘তাওহিদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ছিল। আমরা জানতাম, তার মধ্যে প্রতিভা এবং ইচ্ছাশক্তি আছে। যদিও পুরো মৌসুমে রান করতে পারছিল না, তবে শেষ ম্যাচে সে নিজেকে মেলে ধরেছে। মানসিক চাপে থাকা অবস্থায় তাকে আমরা সবসময় সমর্থন দিয়েছি, অনুপ্রেরণা দিয়েছি। সে নিজের চেষ্টায় সেই অবস্থা থেকে বের হয়ে এসেছে। এই ইনিংস শুধু তার জন্যই নয়, পুরো দলের জন্য উৎসাহের কারণ।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১২ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে