প্রথমবার মার্কিন মুলুকে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১ জুন থেকে শুরু প্রায় এক মাসের সীমিত ওভারের এই বিশ্বকাপের টিকিটের জন্য আগেই আবেদন প্রক্রিয়া জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
দর্শকেরা যাতে সুন্দরমত টিকিট কাটতে পারেন, তার জন্য দারুণ উদ্যোগ নিয়েছে আইসিসি। ব্যবস্থা করেছে ‘পাবলিক টিকিট ব্যালটের’। আর তাতে প্রথম ৪৮ ঘণ্টায় পরেছে ১ মিলিয়নের বেশি আবেদন। নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল। তবে টিকিটের জন্য আবেদন এসেছে ১২৬টি দেশ থেকে। তবে সবচেয়ে বেশি আবেদন করেছেন আমেরিকার স্থানীয়রা। মোট ১.২ মিলিয়ন বা ১২ লাখ আবেদন পরেছে। যার মধ্যে ৯০ লাখ আবেদন করেছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সমর্থকেরা।
প্রতি ম্যাচের জন্য ছয়টি করে টিকিট কাটতে পারবেন দর্শকেরা। সেটা যেকোনো ম্যাচের জন্যই হতে পারে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিসি এই ব্যালট ব্যবস্থা। চলবে ৭ ফেব্রুয়ারি অ্যান্টিগার স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সর্বনিম্ন ৬ ডলারে শুরু হবে টিকিট বিক্রি (বাংলাদেশি মুদ্রায় ৬৫৮ টাকা)। সর্বোচ্চ দাম ২৫ ডলার (বাংলাদেশি ২৭৪২ টাকা)।
ব্যালটের কাজ শেষ হলে বাকি থাকা টিকিটগুলো ২২ ফেব্রুয়ারি ‘জেনারেল সেল’ এর মাধ্যমে বিক্রি করা হবে। সময় পেরিয়ে যাওয়ার পর টিকিটপ্রার্থীদের কাছে ইমেইল যাবে সেটা নিশ্চিত করতে যে কোন ম্যাচের টিকিট তারা কাটতে পারবেন। মূল্য পরিশোধের জন্য লিংকও দেওয়া হয়েছে ইমেইলে। নির্ধারিত সময়ের মধ্যে যারা টাকা জমা দিতে পারবেন না, সেই টিকিটগুলো চলে যাবে জেনারেল সেলে। এরপর ‘আগে এলে আগে পাবেন’—এই ভিত্তিতে তখন টিকিটগুলো বিক্রি করা হবে।
প্রথমবার মার্কিন মুলুকে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১ জুন থেকে শুরু প্রায় এক মাসের সীমিত ওভারের এই বিশ্বকাপের টিকিটের জন্য আগেই আবেদন প্রক্রিয়া জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
দর্শকেরা যাতে সুন্দরমত টিকিট কাটতে পারেন, তার জন্য দারুণ উদ্যোগ নিয়েছে আইসিসি। ব্যবস্থা করেছে ‘পাবলিক টিকিট ব্যালটের’। আর তাতে প্রথম ৪৮ ঘণ্টায় পরেছে ১ মিলিয়নের বেশি আবেদন। নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল। তবে টিকিটের জন্য আবেদন এসেছে ১২৬টি দেশ থেকে। তবে সবচেয়ে বেশি আবেদন করেছেন আমেরিকার স্থানীয়রা। মোট ১.২ মিলিয়ন বা ১২ লাখ আবেদন পরেছে। যার মধ্যে ৯০ লাখ আবেদন করেছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সমর্থকেরা।
প্রতি ম্যাচের জন্য ছয়টি করে টিকিট কাটতে পারবেন দর্শকেরা। সেটা যেকোনো ম্যাচের জন্যই হতে পারে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিসি এই ব্যালট ব্যবস্থা। চলবে ৭ ফেব্রুয়ারি অ্যান্টিগার স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সর্বনিম্ন ৬ ডলারে শুরু হবে টিকিট বিক্রি (বাংলাদেশি মুদ্রায় ৬৫৮ টাকা)। সর্বোচ্চ দাম ২৫ ডলার (বাংলাদেশি ২৭৪২ টাকা)।
ব্যালটের কাজ শেষ হলে বাকি থাকা টিকিটগুলো ২২ ফেব্রুয়ারি ‘জেনারেল সেল’ এর মাধ্যমে বিক্রি করা হবে। সময় পেরিয়ে যাওয়ার পর টিকিটপ্রার্থীদের কাছে ইমেইল যাবে সেটা নিশ্চিত করতে যে কোন ম্যাচের টিকিট তারা কাটতে পারবেন। মূল্য পরিশোধের জন্য লিংকও দেওয়া হয়েছে ইমেইলে। নির্ধারিত সময়ের মধ্যে যারা টাকা জমা দিতে পারবেন না, সেই টিকিটগুলো চলে যাবে জেনারেল সেলে। এরপর ‘আগে এলে আগে পাবেন’—এই ভিত্তিতে তখন টিকিটগুলো বিক্রি করা হবে।
জয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
২ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৩ ঘণ্টা আগেএ বছরের মে মাসে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পরই আমিনুল ইসলাম বুলবুল ব্যস্ত সময় কাটাচ্ছেন। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নতিতে দেশের বিভিন্ন জেলায় যেতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যে আজ বিসিবি সভাপতি বসেছেন ক্রিকেটারদের সঙ্গে।
৪ ঘণ্টা আগেপাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় গতকালই হকি এশিয়া কাপ খেলার নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ। আজ পেল টুর্নামেন্টের সূচিও। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে আটটি দলকে। বাংলাদেশের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। অপর গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।
৪ ঘণ্টা আগে