ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি আগে থেকে মুশফিকুর রহিমের দখলে। আজ ম্যাচ সংখ্যাকে বাড়িয়ে নিতে নেমে আরেকটি মাইলফলকে পা রাখলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ ম্যাচ খেলছেন মুশফিক। সংখ্যাটি যে এখানেই থামছে না সেটা না বললেও চলে। মাইলফলকের ম্যাচকে কীভাবে রাঙাবেন সেটাই এখন দেখার বিষয়। সাধারণত এরকম মাইলফলকের ম্যাচ সব খেলোয়াড়েরই লক্ষ্য থাকে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার। মুশফিকও চাইবেন আজ আফগানিস্তানের বিপক্ষে তেমন কিছু করার।
এর জন্য অবশ্য অপেক্ষা করতে হবে মুশফিককে। মূল কাজটা যে তাঁর ব্যাটিংয়েই। চট্টগ্রামে আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নেওয়ায় এই অপেক্ষা। উইকেটরক্ষক হিসেবেও ম্যাচকে স্মরণীয় করে রাখার সুযোগ আছে তাঁর, যদি না গ্লাভস হাতে কিছু করে দেখান। ৫-৬ ক্যাচ নেওয়ায় যদি হয় তবে কীর্তি গড়াও যে হয়ে যায়! এমনিতে এক ইনিংসে সর্বোচ্চ ৬ ক্যাচ নেওয়ার উদাহরণ রয়েছে ১০টি। এর মধ্যে চারবার এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। আর ৫ ক্যাচ নেওয়ার উদাহরণ রয়েছে ৫টি।
উইকেটের পেছনে না হলেও ব্যাটিং দিয়েই মাইলফলকের ম্যাচটা স্মরণীয় করে রাখাটা সহজ হবে মুশফিকের। এর আগের ম্যাচে এমন রেকর্ডগুলো ব্যাটিং দিয়েই স্মরণীয় করেছেন তিনি। এছাড়া সতীর্থরা জয় উপহার দিয়েও তাঁর রেকর্ডকে স্মরণীয় করে দিতে পারেন। অবশ্য প্রথম ও ৫০তম ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি মুশফিক। কিন্তু দুটি ম্যাচই দল জিতেছিল সমান ৮ উইকেটের ব্যবধানে।
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০তম ম্যাচের দিনে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন মুশফিক। ব্যক্তিগতভাবে ভালোই করেছিলেন। ৬৯ রানের ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। এবার ৮ উইকেটে জেতে প্রতিপক্ষরা। ১৫০তম ম্যাচে অবশ্য খুব একটা রাঙাতে না পারলেও দল জয় পেয়েছিল। তাঁর ১৪ রানের ইনিংসের দিনে বাংলাদেশ জিতেছিল ৭৯ রানে।
নিজের ২০০তম ম্যাচে অবশ্য জয় পায়নি মুশফিক। সেদিন ক্রাইস্টচার্চে ২৪ রানের বেশি করতে পারেননি ৩৬ বছর বয়সী ব্যাটার। বাংলাদেশ ৮ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। এবার তাঁর ২৫০তম ম্যাচে কী হবে সেটাই দেখার বিষয়। জয়ের সঙ্গে আগের ইনিংসগুলোকেও কি ছাড়িয়ে যেতে পারবেন? নাকি বিপরীত কিছু হবে। তবে আফগানদের বিপক্ষে আজ ভালো কিছু করার যথেষ্ট সুযোগ রয়েছে তাঁর সামনে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানরা ইতিমধ্যে কোনো উইকেট না হারিয়ে ২৪৭ রান করেছে। উদ্বোধনী জুটিতে যা তাদের রেকর্ড। এর আগে তাদের সর্বোচ্চ জুটি ছিল ১৪১ রানের, নেদারল্যান্ডসের বিপক্ষে। আজ রেকর্ড জুটি গড়ার পথে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। তাঁর ১৩৬ রানের ইনিংসের বিপরীতে ৭৯ রানে ক্রিজে আছেন ইব্রাহীম জাদরান। ৩৫.২ ওভারে কোনো উইকেট না হারানোয় ধারণা করা যায়, বড় রানের লক্ষ্যই দিতে পারে আফগানরা। এতে করে বাংলাদেশকে জেতাতে নিজেকে বড় ইনিংস খেলতে হবে মুশফিককে।
মুশফিকের পরে ২৫০ পথে সবচেয়ে কাছে রয়েছেন গতকাল অবসর ভেঙে আবার ক্রিকেটে ফেরা তামিম ইকবাল। ২৪১ ম্যাচ খেলেছেন তিনি। এরপর পরের তিন জায়গা রয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজা। অর্থাৎ, বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবরাই আছেন শীর্ষে।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি আগে থেকে মুশফিকুর রহিমের দখলে। আজ ম্যাচ সংখ্যাকে বাড়িয়ে নিতে নেমে আরেকটি মাইলফলকে পা রাখলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ ম্যাচ খেলছেন মুশফিক। সংখ্যাটি যে এখানেই থামছে না সেটা না বললেও চলে। মাইলফলকের ম্যাচকে কীভাবে রাঙাবেন সেটাই এখন দেখার বিষয়। সাধারণত এরকম মাইলফলকের ম্যাচ সব খেলোয়াড়েরই লক্ষ্য থাকে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার। মুশফিকও চাইবেন আজ আফগানিস্তানের বিপক্ষে তেমন কিছু করার।
এর জন্য অবশ্য অপেক্ষা করতে হবে মুশফিককে। মূল কাজটা যে তাঁর ব্যাটিংয়েই। চট্টগ্রামে আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নেওয়ায় এই অপেক্ষা। উইকেটরক্ষক হিসেবেও ম্যাচকে স্মরণীয় করে রাখার সুযোগ আছে তাঁর, যদি না গ্লাভস হাতে কিছু করে দেখান। ৫-৬ ক্যাচ নেওয়ায় যদি হয় তবে কীর্তি গড়াও যে হয়ে যায়! এমনিতে এক ইনিংসে সর্বোচ্চ ৬ ক্যাচ নেওয়ার উদাহরণ রয়েছে ১০টি। এর মধ্যে চারবার এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। আর ৫ ক্যাচ নেওয়ার উদাহরণ রয়েছে ৫টি।
উইকেটের পেছনে না হলেও ব্যাটিং দিয়েই মাইলফলকের ম্যাচটা স্মরণীয় করে রাখাটা সহজ হবে মুশফিকের। এর আগের ম্যাচে এমন রেকর্ডগুলো ব্যাটিং দিয়েই স্মরণীয় করেছেন তিনি। এছাড়া সতীর্থরা জয় উপহার দিয়েও তাঁর রেকর্ডকে স্মরণীয় করে দিতে পারেন। অবশ্য প্রথম ও ৫০তম ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি মুশফিক। কিন্তু দুটি ম্যাচই দল জিতেছিল সমান ৮ উইকেটের ব্যবধানে।
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০তম ম্যাচের দিনে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন মুশফিক। ব্যক্তিগতভাবে ভালোই করেছিলেন। ৬৯ রানের ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। এবার ৮ উইকেটে জেতে প্রতিপক্ষরা। ১৫০তম ম্যাচে অবশ্য খুব একটা রাঙাতে না পারলেও দল জয় পেয়েছিল। তাঁর ১৪ রানের ইনিংসের দিনে বাংলাদেশ জিতেছিল ৭৯ রানে।
নিজের ২০০তম ম্যাচে অবশ্য জয় পায়নি মুশফিক। সেদিন ক্রাইস্টচার্চে ২৪ রানের বেশি করতে পারেননি ৩৬ বছর বয়সী ব্যাটার। বাংলাদেশ ৮ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। এবার তাঁর ২৫০তম ম্যাচে কী হবে সেটাই দেখার বিষয়। জয়ের সঙ্গে আগের ইনিংসগুলোকেও কি ছাড়িয়ে যেতে পারবেন? নাকি বিপরীত কিছু হবে। তবে আফগানদের বিপক্ষে আজ ভালো কিছু করার যথেষ্ট সুযোগ রয়েছে তাঁর সামনে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানরা ইতিমধ্যে কোনো উইকেট না হারিয়ে ২৪৭ রান করেছে। উদ্বোধনী জুটিতে যা তাদের রেকর্ড। এর আগে তাদের সর্বোচ্চ জুটি ছিল ১৪১ রানের, নেদারল্যান্ডসের বিপক্ষে। আজ রেকর্ড জুটি গড়ার পথে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। তাঁর ১৩৬ রানের ইনিংসের বিপরীতে ৭৯ রানে ক্রিজে আছেন ইব্রাহীম জাদরান। ৩৫.২ ওভারে কোনো উইকেট না হারানোয় ধারণা করা যায়, বড় রানের লক্ষ্যই দিতে পারে আফগানরা। এতে করে বাংলাদেশকে জেতাতে নিজেকে বড় ইনিংস খেলতে হবে মুশফিককে।
মুশফিকের পরে ২৫০ পথে সবচেয়ে কাছে রয়েছেন গতকাল অবসর ভেঙে আবার ক্রিকেটে ফেরা তামিম ইকবাল। ২৪১ ম্যাচ খেলেছেন তিনি। এরপর পরের তিন জায়গা রয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজা। অর্থাৎ, বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবরাই আছেন শীর্ষে।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে