Ajker Patrika

লিটন জানতেন, বাংলাদেশ পারবে

ক্রীড়া ডেস্ক    
প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ব্যাটিংয়ে লিটন দাস ফিরেছেন প্রথম বলেই। তবে তাঁর অসাধারণ নেতৃত্বেই বাংলাদেশ পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়। স্কোরবোর্ডে আশানুরূপ স্কোর না করার পরও সতীর্থদের ওপর আস্থা রেখেছেন। লিটনের আস্থার যোগ্য প্রতিদান দিয়েছেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নাজেহাল হয়েছে বাংলাদেশের বোলিংয়ে।

সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। চাপে পড়া বাংলাদেশ চড়াও হয়েছে শেষভাগে এসে। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে শেষ উইন্ডিজ। শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিং (১৩ রানে ৪ উইকেট) তো রয়েছেই, চাপ সামলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। ভয়ংকর হয়ে ওঠা রভমান পাওয়েলকে শেষ ওভারে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান হাসান। এরপর আলজারি জোসেফকে বোল্ড করে হাসান ওয়েস্ট ইন্ডিজের কফিনে পুঁতেছেন শেষ পেরেক।

আশানুরূপ স্কোর না করতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস ছিল বলে জানিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘ব্যাটিংয়ের সময় উইকেটটা আমাদের কাছে ভালো মনে হয়নি। ভেবেছিলাম ১৫০-১৬০ রান ভালো স্কোর হবে। আমাদের যে বোলার ছিল, তাতে জানতাম এই স্কোর করেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) সঙ্গে লড়াই করতে পারব।’

ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে, টেস্ট আগেই জিতেছে বাংলাদেশ। বাকি ছিল শুধু টি-টোয়েন্টি। অধরা সেই টি-টোয়েন্টি জিতে আজ লিটনের নেতৃত্বে চক্রপূরণ করল বাংলাদেশ। লিটনের বিশ্বাস, বাংলাদেশ সিরিজ জিততে পারবে উইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘দারুণ শুরু হয়েছে। যদি আরও একটা ভালো ম্যাচ খেলি, তাহলে আমরা সিরিজ জিততে পারব।’

সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ চারটি টি-টোয়েন্টি খেলেছে। এর আগের তিন টি-টোয়েন্টি দলটি খেলেছে এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই বিশ্বকাপ খেলায় এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা আগে থেকেই ছিল লিটনের। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘আমরা এর আগেও এখানে খেলেছি। যখন আমি উইকেট দেখলাম, উইকেটটা আমার ধারণা অনুযায়ী আচরণ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত