পাকিস্তান-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট দল পৌঁছে গেছে আয়ারল্যান্ড। দলের সবাই চলে গেলেও ভিসা জটিলতায় যাওয়া হয়নি মোহাম্মদ আমিরের। অবশেষে পাকিস্তানি বাঁহাতি পেসার মুক্তি পেলেন ভিসার জটিলতা থেকে।
ক্রিকেট পাকিস্তানে আজ প্রকাশিত এক সংবাদে জানা গেছে, আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির। পিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে বোর্ডের লজিস্টিক ডিপার্টমেন্ট এখন আমিরের ডাবলিনের ফ্লাইট বুকিং দিতে ব্যস্ত। সময়মতো যাতে তিনি খেলতে পারেন সিরিজে, সেটা নিয়েই ভাবনা এখন পিসিবির। দলের সবার সঙ্গে ভিসা জমা দিলেও ক্রিকেট আয়ারল্যান্ডের দূতাবাস আমিরের ভিসা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানভিত্তিক ওয়েবসাইটের প্রতিবেদনে এমনটাই জানা গেছে। আমির ভিসা না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা তৈরি হয় পিসিবিতে। বোর্ডের কর্মকর্তারা ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি তীব্র প্রতিবাদ জানান। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন। আমির আবার নতুন করে ভিসা জমা দিয়েছেন ও পরে তা অনুমোদন করা হয়।
আয়ারল্যান্ডের ভিসা পেলেও প্রথম টি-টোয়েন্টিতে আমিরের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ১২ ও ১৪ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সেই দুই ম্যাচে হয়তো পাকিস্তানের বাঁহাতি পেসারকে দেখা যেতে পারে। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ড সফরে চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ইউরোপ সফরের জন্য কদিন আগে দল ঘোষণা করে পিসিবি। এখান থেকেই পাকিস্তানের বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।
৩৬ টেস্ট, ৫৪ টি-টোয়েন্টি, ৬১ ওয়ানডে—২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫১ ম্যাচ খেলেন আমির। ১৫ বছরের ক্যারিয়ারে নেন ২৬১ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি সাড়ে চার বছর পর ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফেরাটা অবশ্য রঙিন হয়নি তাঁর। ৪ ম্যাচে ৮.৩২ ইকোনমিতে নেন ৩ উইকেট।
পাকিস্তান-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট দল পৌঁছে গেছে আয়ারল্যান্ড। দলের সবাই চলে গেলেও ভিসা জটিলতায় যাওয়া হয়নি মোহাম্মদ আমিরের। অবশেষে পাকিস্তানি বাঁহাতি পেসার মুক্তি পেলেন ভিসার জটিলতা থেকে।
ক্রিকেট পাকিস্তানে আজ প্রকাশিত এক সংবাদে জানা গেছে, আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির। পিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে বোর্ডের লজিস্টিক ডিপার্টমেন্ট এখন আমিরের ডাবলিনের ফ্লাইট বুকিং দিতে ব্যস্ত। সময়মতো যাতে তিনি খেলতে পারেন সিরিজে, সেটা নিয়েই ভাবনা এখন পিসিবির। দলের সবার সঙ্গে ভিসা জমা দিলেও ক্রিকেট আয়ারল্যান্ডের দূতাবাস আমিরের ভিসা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানভিত্তিক ওয়েবসাইটের প্রতিবেদনে এমনটাই জানা গেছে। আমির ভিসা না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা তৈরি হয় পিসিবিতে। বোর্ডের কর্মকর্তারা ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি তীব্র প্রতিবাদ জানান। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন। আমির আবার নতুন করে ভিসা জমা দিয়েছেন ও পরে তা অনুমোদন করা হয়।
আয়ারল্যান্ডের ভিসা পেলেও প্রথম টি-টোয়েন্টিতে আমিরের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ১২ ও ১৪ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সেই দুই ম্যাচে হয়তো পাকিস্তানের বাঁহাতি পেসারকে দেখা যেতে পারে। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ড সফরে চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ইউরোপ সফরের জন্য কদিন আগে দল ঘোষণা করে পিসিবি। এখান থেকেই পাকিস্তানের বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।
৩৬ টেস্ট, ৫৪ টি-টোয়েন্টি, ৬১ ওয়ানডে—২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫১ ম্যাচ খেলেন আমির। ১৫ বছরের ক্যারিয়ারে নেন ২৬১ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি সাড়ে চার বছর পর ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফেরাটা অবশ্য রঙিন হয়নি তাঁর। ৪ ম্যাচে ৮.৩২ ইকোনমিতে নেন ৩ উইকেট।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে