নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটা সময় ছিল বছরজুড়ে দুই তিনটা সিরিজ খেলত বাংলাদেশ। দুই সিরিজের মাঝে থাকত লম্বা সময়ের বিশ্রাম ৷ তবে ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির সঙ্গে সিরিজ ও ম্যাচের সংখ্যাও বেড়েছে ৷ তবে আগামী ৪ বছর ব্যস্ত সূচিতে থাকতে হবে বাংলাদেশকে।
আইসিসির আগামী চার বছরের ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ ১৪৪টি ম্যাচ পেতে যাচ্ছে বাংলাদেশ। ধারে কাছে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাবে ১৪২টি ম্যাচ। এতো খেলার মাঝে ক্রিকেটারদেরও ব্যস্ততা বাড়বে। এতে প্রতিটি সিরিজে ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজনটাও বাড়তে পারে।
সাম্প্রতিক সময়ে একই সঙ্গে দুটি দল খেলার প্রথাও চালু করেছে ইংল্যান্ড ও ভারত। কখনও কখনও প্রতিটি সিরিজে ভিন্ন ভিন্ন ক্রিকেটার পাঠাচ্ছে তারা। মূলত ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল সামলাতে ক্রিকেটারদের রোটেশন দিয়ে খেলাচ্ছে তারা।
ইংল্যান্ড-ভারতের মতো দলগুলো রোটেশন নিয়ম চালু করলেও এখন পর্যন্ত সেই পথে হাঁটতে পারেনি বাংলাদেশ। এ মাসে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সফরেও পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে বিসিবি। তবে এফটিপির আগামী চক্রে রোটেশন পলিসিতে হাঁটার চিন্তা ভাবনা আছে বোর্ডের।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, ‘শুধু ক্রিকেটাররা না, টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারাও ব্যস্ততম সময় পার করবেন। যখন আমাদের এফটিপিটা চূড়ান্ত হবে আমরা বসে পরিকল্পনা করে, সবার খেলার মতো সময় নিয়ে আলোচনা করে পরিকল্পনা করে নিতে হবে। এটার পরিকল্পনা প্রয়োজন, সময়সূচি থাকতে হবে, কে কোথায় অংশগ্রহণ করবে, কে কোথায় পারবে না।’
একটা সময় ছিল বছরজুড়ে দুই তিনটা সিরিজ খেলত বাংলাদেশ। দুই সিরিজের মাঝে থাকত লম্বা সময়ের বিশ্রাম ৷ তবে ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির সঙ্গে সিরিজ ও ম্যাচের সংখ্যাও বেড়েছে ৷ তবে আগামী ৪ বছর ব্যস্ত সূচিতে থাকতে হবে বাংলাদেশকে।
আইসিসির আগামী চার বছরের ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ ১৪৪টি ম্যাচ পেতে যাচ্ছে বাংলাদেশ। ধারে কাছে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাবে ১৪২টি ম্যাচ। এতো খেলার মাঝে ক্রিকেটারদেরও ব্যস্ততা বাড়বে। এতে প্রতিটি সিরিজে ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজনটাও বাড়তে পারে।
সাম্প্রতিক সময়ে একই সঙ্গে দুটি দল খেলার প্রথাও চালু করেছে ইংল্যান্ড ও ভারত। কখনও কখনও প্রতিটি সিরিজে ভিন্ন ভিন্ন ক্রিকেটার পাঠাচ্ছে তারা। মূলত ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল সামলাতে ক্রিকেটারদের রোটেশন দিয়ে খেলাচ্ছে তারা।
ইংল্যান্ড-ভারতের মতো দলগুলো রোটেশন নিয়ম চালু করলেও এখন পর্যন্ত সেই পথে হাঁটতে পারেনি বাংলাদেশ। এ মাসে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সফরেও পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে বিসিবি। তবে এফটিপির আগামী চক্রে রোটেশন পলিসিতে হাঁটার চিন্তা ভাবনা আছে বোর্ডের।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, ‘শুধু ক্রিকেটাররা না, টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারাও ব্যস্ততম সময় পার করবেন। যখন আমাদের এফটিপিটা চূড়ান্ত হবে আমরা বসে পরিকল্পনা করে, সবার খেলার মতো সময় নিয়ে আলোচনা করে পরিকল্পনা করে নিতে হবে। এটার পরিকল্পনা প্রয়োজন, সময়সূচি থাকতে হবে, কে কোথায় অংশগ্রহণ করবে, কে কোথায় পারবে না।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস দল। ৫ দিন আগে ১৫ সদস্যের দলও ঘোষণা করে তারা। শেষ মুহূর্তের ধাক্কা খেয়ে সেই দল থেকে তাদের আনতে হয়েছে ৩ পরিবর্তন।
২৫ মিনিট আগেএশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫০ টাকায় দেখা যাবে প্রতিটি ম্যাচ। তবে সেটা শুধু গ্রিন গ্যালারি ও শহীদ তুরাব স্ট্যান্ডের জন্য। এমনটা জানিয়েছে বিসিবি।
১ ঘণ্টা আগেডামি করে বলটা ছেড়ে দিলেন দমিনিক সবোসলাই। তাঁর পেছনে থাকা সতীর্থকে যে আটকানোর কেউ নেই, সেটা তিনি জানতেন। আর জানতেন বলেই লিভারপুল মাঠ ছাড়ে ৩-২ গোলের নাটকীয় এক জয় নিয়ে। ফুটবল বিশ্ব পায় ১৬ বছর বয়সী বিস্ময় বালক রিও এনগুমোহার আগমনী বার্তা।
২ ঘণ্টা আগেচলতি মাসে জুভেন্তুদের বিপক্ষে জোড়া গোল করে এভাবেই জাতীয় দলে ফেরার জন্য বার্তা দিয়েছিলেন নেইমার। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে দেখা যাবে তাঁকে; এমন প্রত্যাশায় বুদ হয়ে থাকেন ব্রাজিল ভক্তরা। কিন্তু দিনশেষে তাদের হতাশই হতে হয়।
৩ ঘণ্টা আগে