Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৮
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। ১৬ দলের এই টুর্নামেন্ট আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ১৩ নভেম্বর। 

ফাইনালসহ সবগুলো ম্যাচের টিকিট কাটা যাবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে। প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের ম্যাচগুলোতে অপ্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ৪৯০ টাকা। নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার টাকা। 

প্রথমবারের মতো এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাচগুলো হবে অ্যাডিলেড, ব্রিজবেন, হোবার্ট, মেলবোর্ন,পার্থ ও সিডনিতে। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। 

টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিন্স এই প্রসঙ্গে বলেন, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে। ঘরের দর্শকদের সামনে শিরোপা ধরে রাখার মিশন আমাদের জন্য ভীষণ সম্মানের বিষয়। সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া সেরা দলগুলোই শিরোপার জন্য লড়বে। অস্ট্রেলিয়ান দর্শকদের সামনে সেরাদের এই রোমাঞ্চকর লড়াই দেখার সুযোগ।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত