Ajker Patrika

শুরু আর শেষের ধসে হারল খুলনা

শুরু আর শেষের ধসে হারল খুলনা

চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফরচুন বরিশাল। আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৭ রানে হারিয়েছে তারা। চতুর্থ ম্যাচে এটি দ্বিতীয় জয় বরিশালের। অন্যদিকে চতুর্থ ম্যাচে এটি খুলনার দ্বিতীয় হার। 

টস হেরে আগে ব্যাটিং করে স্কোর খুব বেশি বড় করতে পারেনি বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে তারা। তবে সেটিকেও খুলনার কাছে দুর্ভেদ্য করে তোলেন বরিশালের বোলাররা। এক ওভার বাকি থাকতে ১২৪ রানে অলআউট হয় খুলনা। ৪০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। আগের দিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচসেরা আন্দ্রে ফ্লেচার ৪ রানেই আউট হয়ে যান। কোনো রান না করেই ফেরেন সৌম্য সরকার। 

ইয়াসির আলী রাব্বিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আভাস দেন মুশফিকুর রহিম। দুজনের ৪৬ রানের জুটি ভাঙে ইয়াসিরের বিদায়ে (২৩)। তবে উইকেটে এসেই বরিশালের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন থিসারা পেরারা। জয়টা তখন খুলনার জন্য সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু ৯ বলে দুই ছক্কা আর এক চারে ১৯ রান করে পেসার শফিকুল ইসলামের বলে আউট হন এই শ্রীলঙ্কান অলরাউন্ডার। 

পেরারা বিদায়ের পরই মূলত ভেঙে পড়ে খুলনার ব্যাটিং-অর্ডার। ৬ উইকেটে ১০৮ থেকে চোখের পলকে ১২৪ রানে অলআউট হয় তারা। এর আগে ক্রিস গেইলের ৪৫ রানের ইনিংস ভর করে ১৪১ রানে থামে বরিশাল। আজ ব্যাটিং-অর্ডারে পরীক্ষা চালায় দলটি। ওপেনিংয়ে উঠে আসেন গেইল। তিন থেকে সাতে নেমে যান সাকিব আল হাসান। তাতেও অবশ্য রান ভাগ্য সহায় সাকিবের। ৬ বলে ৯ রান করে পেরারার বলে আউট হয়েছেন। ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বরিশালের বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত