পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নস লিগে জয়ের গল্প তো অনেকবারই লিখেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে রিয়াল ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের এমন অবিশ্বাস্য জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ডকে কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা করলেন রিয়াল মাদ্রিদ পরিচালক।
ডর্টমুন্ডকে গত রাতে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক ভিনিসিয়ুস করলেন এই ম্যাচে। ৬২ মিনিটে তাঁর গোলেই সমতায় ফেরে রিয়াল। ব্রাজিলের ফরোয়ার্ড ম্যাচে তাঁর দ্বিতীয় গোল পেয়েছেন ৮৬ মিনিটে। হ্যাটট্রিকটা ভিনি করেছেন ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে। হ্যাটট্রিকের এই গোলটা ছিল অসাধারণ। রিয়ালের অর্ধ থেকে একা দৌড়াতে থাকা ভিনিকে তাড়া করতে থাকেন ডর্টমুন্ডের ফুটবলাররা। তবে ক্ষিপ্র গতির ভিনিকে আর পায় কে। ডর্টমুন্ডের রক্ষণদুর্গ ভেদ করে বাঁ পায়ের শটে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করলেন ভিনি। ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল বাঁ দিকে ঝাঁপিয়েও গোল প্রতিহত করতে পারেননি।
হ্যাটট্রিকের পর জার্সি খুলে বাঁধভাঙা উদ্যাপন করেন ভিনি। ব্রাজিলের তরুণ এই ফরোয়ার্ডের হ্যাটট্রিক দেখে কিংবদন্তি পেলের কথা মনে পড়েছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ পরিচালক এমিলিও বুত্রাগুয়ানো। ম্যাচ শেষে বুত্রাগুয়ানো বলেন, ‘সে (ভিনিসিয়ুস) আমাকে পেলের কথা মনে করিয়ে দিল। সে অসাধারণ এক গোল করল। ফুটবল যারা ভালোবাসে, তাদের জন্য বার্নাব্যুতে এসে এমন খেলা দেখা সার্থক। আমাদের মধ্যে এটা অনেক আবেগের সৃষ্টি করে।’ ভিনির চোখধাঁধানো হ্যাটট্রিক দেখে প্রশংসা ঝরেছে কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ বলেন, ‘দ্বিতীয়ার্ধে সে (ভিনি) যা করেছে, সেটা আসলে অবিশ্বাস্য। সে দারুণ শক্তি, ইনটেনসিটি নিয়ে খেলেছে। অসাধারণ এক চরিত্রের অধিকারী সে।’
আনচেলত্তির মতে ভিনি এবার ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার। রিয়ালের কোচ বলেন, ‘আমার মনে ভিনিই জিতবে। শুধু যে আজকের রাতের পারফরম্যান্সের ভিত্তিতে, তা নয়। গত মৌসুমে সে যা করেছে, সেই পারফরম্যান্সের ভিত্তিতে। আজ রাতে তার ৩ গোল পরবর্তী ব্যালন ডি’অর জিততে সাহায্য করবে।’ ৪ সেপ্টেম্বর এবারের ব্যালন ডি’অরের জন্য ৩০ ফুটবলারকে মনোনয়ন দিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ। সেই সংক্ষিপ্ত তালিকায় আছেন ভিনি। প্যারিসের থিয়েটার দু শাতেলেতে ২৮ অক্টোবর দেওয়া হবে এই পুরস্কার।
১ জুন ওয়েম্বলিতে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েই ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতের ম্যাচটি ছিল ডর্টমুন্ডের জন্য ‘প্রতিশোধের’ ম্যাচ। ৩৪ মিনিটে ২-০ গোলে এগিয়েও গিয়েছিল জার্মান ক্লাবটি। তবে ‘রয়্যাল মাদ্রিদ’ চমক না দেখিয়ে কি পারে! রিয়ালের ৫-২ গোলে জয়ের ম্যাচে ৬০ মিনিটে ব্যবধান কমানো গোলটি প্রথমে করেন আন্তোনিও রুদিগার। ভিনি তো হ্যাটট্রিক করেছেনই। রিয়ালের অপর গোলদাতা লুকাস ভাসকেজ ৮৩ মিনিটে গোল করেছেন।
আরও পড়ুন:
পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নস লিগে জয়ের গল্প তো অনেকবারই লিখেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে রিয়াল ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের এমন অবিশ্বাস্য জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ডকে কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা করলেন রিয়াল মাদ্রিদ পরিচালক।
ডর্টমুন্ডকে গত রাতে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক ভিনিসিয়ুস করলেন এই ম্যাচে। ৬২ মিনিটে তাঁর গোলেই সমতায় ফেরে রিয়াল। ব্রাজিলের ফরোয়ার্ড ম্যাচে তাঁর দ্বিতীয় গোল পেয়েছেন ৮৬ মিনিটে। হ্যাটট্রিকটা ভিনি করেছেন ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে। হ্যাটট্রিকের এই গোলটা ছিল অসাধারণ। রিয়ালের অর্ধ থেকে একা দৌড়াতে থাকা ভিনিকে তাড়া করতে থাকেন ডর্টমুন্ডের ফুটবলাররা। তবে ক্ষিপ্র গতির ভিনিকে আর পায় কে। ডর্টমুন্ডের রক্ষণদুর্গ ভেদ করে বাঁ পায়ের শটে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করলেন ভিনি। ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল বাঁ দিকে ঝাঁপিয়েও গোল প্রতিহত করতে পারেননি।
হ্যাটট্রিকের পর জার্সি খুলে বাঁধভাঙা উদ্যাপন করেন ভিনি। ব্রাজিলের তরুণ এই ফরোয়ার্ডের হ্যাটট্রিক দেখে কিংবদন্তি পেলের কথা মনে পড়েছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ পরিচালক এমিলিও বুত্রাগুয়ানো। ম্যাচ শেষে বুত্রাগুয়ানো বলেন, ‘সে (ভিনিসিয়ুস) আমাকে পেলের কথা মনে করিয়ে দিল। সে অসাধারণ এক গোল করল। ফুটবল যারা ভালোবাসে, তাদের জন্য বার্নাব্যুতে এসে এমন খেলা দেখা সার্থক। আমাদের মধ্যে এটা অনেক আবেগের সৃষ্টি করে।’ ভিনির চোখধাঁধানো হ্যাটট্রিক দেখে প্রশংসা ঝরেছে কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ বলেন, ‘দ্বিতীয়ার্ধে সে (ভিনি) যা করেছে, সেটা আসলে অবিশ্বাস্য। সে দারুণ শক্তি, ইনটেনসিটি নিয়ে খেলেছে। অসাধারণ এক চরিত্রের অধিকারী সে।’
আনচেলত্তির মতে ভিনি এবার ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার। রিয়ালের কোচ বলেন, ‘আমার মনে ভিনিই জিতবে। শুধু যে আজকের রাতের পারফরম্যান্সের ভিত্তিতে, তা নয়। গত মৌসুমে সে যা করেছে, সেই পারফরম্যান্সের ভিত্তিতে। আজ রাতে তার ৩ গোল পরবর্তী ব্যালন ডি’অর জিততে সাহায্য করবে।’ ৪ সেপ্টেম্বর এবারের ব্যালন ডি’অরের জন্য ৩০ ফুটবলারকে মনোনয়ন দিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ। সেই সংক্ষিপ্ত তালিকায় আছেন ভিনি। প্যারিসের থিয়েটার দু শাতেলেতে ২৮ অক্টোবর দেওয়া হবে এই পুরস্কার।
১ জুন ওয়েম্বলিতে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েই ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতের ম্যাচটি ছিল ডর্টমুন্ডের জন্য ‘প্রতিশোধের’ ম্যাচ। ৩৪ মিনিটে ২-০ গোলে এগিয়েও গিয়েছিল জার্মান ক্লাবটি। তবে ‘রয়্যাল মাদ্রিদ’ চমক না দেখিয়ে কি পারে! রিয়ালের ৫-২ গোলে জয়ের ম্যাচে ৬০ মিনিটে ব্যবধান কমানো গোলটি প্রথমে করেন আন্তোনিও রুদিগার। ভিনি তো হ্যাটট্রিক করেছেনই। রিয়ালের অপর গোলদাতা লুকাস ভাসকেজ ৮৩ মিনিটে গোল করেছেন।
আরও পড়ুন:
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে