ঠিক এর আগের ফ্রেঞ্চ ওপেনেই ফাইনাল খেলেছিলেন স্টেফানোস সিৎসিপাস। গতবারের পারফরম্যান্সই সামনে এনেছিল তাঁকে। কিন্তু এবারের ফ্রেঞ্চ ওপেনের যাত্রাটা সুখকর হলো না এই গ্রিক তারকার। শেষ ষোলোতেই অঘটনের শিকার হয়ে ছিটকে গেলেন সিৎসিপাস। চতুর্থ বাছাই সিৎসিপাসকে ৭-৫,৩-৬, ৬-৩,৬-৪ গেমে হারিয়েছেন ডেনমার্কের হোলগার রুন।
ফিলিপ শঁতিয়ে কোর্টে শুরুটা ভালোই করেছিলেন সিৎসিপাস। কিন্তু স্নায়ু ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দিকে নেওয়ার চেষ্টা করেন রুন। সিৎসিপাসও এগোচ্ছিলেন পরিকল্পনা অনুযায়ী। দুর্দান্ত কিছু গ্রাউন্ডস্ট্রোক দেখা যায় তাঁর র্যাকেট থেকে। কিন্তু রুনের আগ্রাসনের কাছে শেষপর্যন্ত হার মানেন তিনি।
ফ্রেঞ্চ ওপেনে প্রথমবার খেলতে নেমেই কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন রুন। ১৯ বছর বয়সেই রোলা গাঁরোর কোর্টে দারুণ ঝলক দেখিয়েছেন এই ডেনিস তরুণ। কোয়ার্টারে উঠেছেন আরেক বিস্ময় প্রতিভা কার্লোস আলকারাজও। ১৯৯৪ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের কোয়ার্টারে দুজন ২০ বছরের কম বয়সী খেলোয়াড়কে দেখা যাবে। এর আগে হেনড্রিক ড্রিকম্যান এবং আন্দ্রেই মেদভেদেভ কোয়ার্টারে উঠেছিলেন।
কোয়ার্টার ফাইনালে ক্যাসপার রুডের বিপক্ষে খেলবেন রুন। রুড এদিন ৬-২,৬-৩, ৩-৬,৬-৩ গেমে হারিয়েছেন হুবার্ট হুরকাজকে। তিনিও প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে উঠলেন। ১২ মাস আগেও র্যাঙ্কিংয়ে প্রথম তিন শর মধ্যে ছিলেন না রুন। দুর্দান্ত পারফরম্যান্সের পির ৩১ নম্বরে উঠে এসেছেন। বছরটা দুর্দান্ত গিয়েছে তাঁর। গত মাসে মিউনিখে বিশ্বের তিন নম্বর আলেকজান্ডার জেরেভকে হারিয়েছিলেন তিনি।
ঠিক এর আগের ফ্রেঞ্চ ওপেনেই ফাইনাল খেলেছিলেন স্টেফানোস সিৎসিপাস। গতবারের পারফরম্যান্সই সামনে এনেছিল তাঁকে। কিন্তু এবারের ফ্রেঞ্চ ওপেনের যাত্রাটা সুখকর হলো না এই গ্রিক তারকার। শেষ ষোলোতেই অঘটনের শিকার হয়ে ছিটকে গেলেন সিৎসিপাস। চতুর্থ বাছাই সিৎসিপাসকে ৭-৫,৩-৬, ৬-৩,৬-৪ গেমে হারিয়েছেন ডেনমার্কের হোলগার রুন।
ফিলিপ শঁতিয়ে কোর্টে শুরুটা ভালোই করেছিলেন সিৎসিপাস। কিন্তু স্নায়ু ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দিকে নেওয়ার চেষ্টা করেন রুন। সিৎসিপাসও এগোচ্ছিলেন পরিকল্পনা অনুযায়ী। দুর্দান্ত কিছু গ্রাউন্ডস্ট্রোক দেখা যায় তাঁর র্যাকেট থেকে। কিন্তু রুনের আগ্রাসনের কাছে শেষপর্যন্ত হার মানেন তিনি।
ফ্রেঞ্চ ওপেনে প্রথমবার খেলতে নেমেই কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন রুন। ১৯ বছর বয়সেই রোলা গাঁরোর কোর্টে দারুণ ঝলক দেখিয়েছেন এই ডেনিস তরুণ। কোয়ার্টারে উঠেছেন আরেক বিস্ময় প্রতিভা কার্লোস আলকারাজও। ১৯৯৪ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের কোয়ার্টারে দুজন ২০ বছরের কম বয়সী খেলোয়াড়কে দেখা যাবে। এর আগে হেনড্রিক ড্রিকম্যান এবং আন্দ্রেই মেদভেদেভ কোয়ার্টারে উঠেছিলেন।
কোয়ার্টার ফাইনালে ক্যাসপার রুডের বিপক্ষে খেলবেন রুন। রুড এদিন ৬-২,৬-৩, ৩-৬,৬-৩ গেমে হারিয়েছেন হুবার্ট হুরকাজকে। তিনিও প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে উঠলেন। ১২ মাস আগেও র্যাঙ্কিংয়ে প্রথম তিন শর মধ্যে ছিলেন না রুন। দুর্দান্ত পারফরম্যান্সের পির ৩১ নম্বরে উঠে এসেছেন। বছরটা দুর্দান্ত গিয়েছে তাঁর। গত মাসে মিউনিখে বিশ্বের তিন নম্বর আলেকজান্ডার জেরেভকে হারিয়েছিলেন তিনি।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে