Ajker Patrika

ব্যাটিং বিপর্যয়ের পর টেনেটুনে ১০০ পেরোল ভারত

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২৩: ২০
ব্যাটিং বিপর্যয়ের পর টেনেটুনে ১০০ পেরোল ভারত

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের হারের পর এক সপ্তাহের বিশ্রামে পেয়েছিল ভারত। বিশ্রামে থেকেও চেনা ছন্দে ফিরতে পারল না বিরাট কোহলির দল। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে আগে ব্যাট করে ভারত থেমেছে ৭ উইকেটে ১১০ রানে। 

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কেন উইলিয়ামসন। ২০১৩ সালের পর এই ম্যাচ দিয়ে তৃতীয়বার ওপেনিংয়ে নেই রোহিত শর্মা। বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া ঈশান কিষানকে নিয়ে শুরুটা বেশ দেখেশুনে করে লোকেশ রাহুল। বলা ভালো কিউই বোলারদের আঁটসাঁট বোলিংয়ে দুই ভারতীয় ওপেনার শুরু থেকে স্বাচ্ছন্দ্যে ছিলেন না। 

ইনিংসের তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দেন কিষান (৪)। তিন নম্বরে এসে প্রথম বলেই ফাইন লেগে ক্যাচ দেন রোহিত। সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি অ্যাডাম মিলনে। প্রথম বলে ক্যাচ দিয়েও রোহিত অবশ্য বেশি দূর এগোতে পারেননি। ১০ বলে ১৪ রান করে ইশ সোধির বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দেন। রোহিতের আগে ফিরেছেন রাহুলও (১৮)। 

শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেননি ঋষভ পন্ত-বিরাট কোহলিরা। ১৭ বলে ৯ রানের মন্থর ইনিংস খেলে ভারতীয় অধিনায়ক আউট হয়েছেন সোধির বলে। ১৯ বলে ১২ করা পন্তকে বোল্ড করেছেন মিলনে। ৭০ রানের মধ্যে ৫ উইকেট হারালে পরের ব্যাটাররাও আর খোলস থেকে বের হতে পারেননি। শেষ দিকে হার্দিক পান্ডিয়া অবশ্য চেষ্টা করেছেন। ২৪ বলে ২৩ রানের বেশি অবশ্য করতে পারেননি ভারতীয় অলরাউন্ডার। ভারত এক শ পেরোয় রবীন্দ্র জাদেজার অপরাজিত ১৯ বলে ২৬ রানের সুবাদে। শেষ পর্যন্ত ভারত ৭ উইকেটে তুলেছে ১১০ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত