করোনাভাইরাস সৃষ্ট কোভিড–১৯ মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করছে। দেখা যাচ্ছে, সেরে ওঠা ব্যক্তিদের এক তৃতীয়াংশই দীর্ঘকালীন স্নায়বিক সমস্যায় ভুগছেন। গতকাল মঙ্গলবার ল্যানচেট সাইকিয়াট্রি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পাঁচ লক্ষাধিক রোগীর তথ্যের ওপর ভিত্তি করে গবেষণাটি চালিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা।
গবেষণায় দেখা গেছে, সেরে ওঠা ৩৪ শতাংশ রোগীকে করোনা আক্রান্ত হওয়ার পর ছয় মাস পর্যন্ত মানসিক রোগের চিকিৎসা নিতে হয়েছে। এদের মধ্যে ১৭ শতাংশ উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া ১৪ শতাংশের মধ্যে অস্থির মেজাজের সমস্যা দেখা গেছে।
গবেষকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মানসিক সমস্যার প্রবণতা বেশি দেখা গেছে। তবে যারা হাসপাতালে ভর্তি না থেকে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যেও এই সমস্যা দেখা গেছে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ ফ্লুর চেয়ে করোনা থেকে সেরে ওঠার পর ৪৪ শতাংশ বেশি মানুষের স্নায়বিক ও মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শ্বাসতন্ত্রের অন্যান্য সংক্রমণের রোগীর চেয়ে তাদের মধ্যে এমন সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি ১৬ শতাংশ বেশি।
এছাড়া ৫০ জনের মধ্যে একজন করোনা রোগীর ইসকেমিক স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) হয়। এর কারণে মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাঁধে।
এ নিয়ে গবেষক দলের সহ-লেখক যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মানসিক রোগ বিশেষজ্ঞ ম্যাক্সিম ট্যাকুয়েট বলেন, আমাদের গবেষণা ইঙ্গিত দেয় যে, অন্যান্য ফ্লুয়ের চেয়ে করোনা আক্রান্তদের স্নায়বিক ও মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমাদের এখন দেখতে হবে ছয় মাস পর কী হয়।
সূত্র: বিবিসি, সিএনএন
করোনাভাইরাস সৃষ্ট কোভিড–১৯ মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করছে। দেখা যাচ্ছে, সেরে ওঠা ব্যক্তিদের এক তৃতীয়াংশই দীর্ঘকালীন স্নায়বিক সমস্যায় ভুগছেন। গতকাল মঙ্গলবার ল্যানচেট সাইকিয়াট্রি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পাঁচ লক্ষাধিক রোগীর তথ্যের ওপর ভিত্তি করে গবেষণাটি চালিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা।
গবেষণায় দেখা গেছে, সেরে ওঠা ৩৪ শতাংশ রোগীকে করোনা আক্রান্ত হওয়ার পর ছয় মাস পর্যন্ত মানসিক রোগের চিকিৎসা নিতে হয়েছে। এদের মধ্যে ১৭ শতাংশ উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া ১৪ শতাংশের মধ্যে অস্থির মেজাজের সমস্যা দেখা গেছে।
গবেষকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মানসিক সমস্যার প্রবণতা বেশি দেখা গেছে। তবে যারা হাসপাতালে ভর্তি না থেকে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যেও এই সমস্যা দেখা গেছে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ ফ্লুর চেয়ে করোনা থেকে সেরে ওঠার পর ৪৪ শতাংশ বেশি মানুষের স্নায়বিক ও মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শ্বাসতন্ত্রের অন্যান্য সংক্রমণের রোগীর চেয়ে তাদের মধ্যে এমন সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি ১৬ শতাংশ বেশি।
এছাড়া ৫০ জনের মধ্যে একজন করোনা রোগীর ইসকেমিক স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) হয়। এর কারণে মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাঁধে।
এ নিয়ে গবেষক দলের সহ-লেখক যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মানসিক রোগ বিশেষজ্ঞ ম্যাক্সিম ট্যাকুয়েট বলেন, আমাদের গবেষণা ইঙ্গিত দেয় যে, অন্যান্য ফ্লুয়ের চেয়ে করোনা আক্রান্তদের স্নায়বিক ও মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমাদের এখন দেখতে হবে ছয় মাস পর কী হয়।
সূত্র: বিবিসি, সিএনএন
প্রাগৈতিহাসিক যুগের এক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন গবেষকেরা। নিয়ায়াঙ্গা (Nyayanga) নামের এক পুরাতাত্ত্বিক স্থান থেকে উদ্ধার হওয়া ৪০১টি প্রাচীন পাথরের হাতিয়ার বিশ্লেষণ করে গবেষকেরা জানিয়েছেন, ৩০ লাখ থেকে ২৬ লাখ বছর আগেই পরিকল্পনা করে পাথর বহন করত প্রাচীন মানব আত্মীয়রা বা প্রাইমেটরা। কারণ, এসব হাতিয়ারের
৮ ঘণ্টা আগেমানুষের মস্তিষ্কের ভেতর নীরব চিন্তাভাবনা বা ‘ইনার স্পিচ’ (মনের কথা) শনাক্ত করার কৌশল উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির ক্ষেত্রে এটিকে একটি বড় অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর আছড়ে পড়া এক উল্কাপিণ্ডকে পৃথিবীর থেকেও প্রাচীন বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব জর্জিয়ার এক গবেষণায় উঠে এসেছে, এই উল্কাপিণ্ডের বয়স ৪৫৬ কোটি বছর—যা পৃথিবীর বর্তমান আনুমানিক বয়স ৪৫৪ কোটি বছরের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।
৩ দিন আগেআন্তর্জাতিক মহাকাশ গবেষণায় আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অধ্যাপক আভি লোয়েব। তিনি দাবি করেছেন, সৌরজগতের দিকে ধেয়ে আসা ‘৩১ /অ্যাটলাস’ (31 /ATLAS) নামের একটি মহাজাগতিক বস্তু সম্ভবত প্রাকৃতিক নয়, বরং এটি কোনো বুদ্ধিমান সভ্যতার তৈরি করা প্রযুক্তিগত বস্তু হতে পারে।
৩ দিন আগে