Ajker Patrika

চাঁদের সবচেয়ে পরিষ্কার ছবি ইন্টারনেটে ভাইরাল

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৫: ৩৪
চাঁদের সবচেয়ে পরিষ্কার ছবি ইন্টারনেটে ভাইরাল

চাঁদের পরিষ্কার ছবি তুলে ইন্টারনেট ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছেন কুর্দি চিত্রগ্রাহক দারইয়া কাওয়া মির্জা। তাঁর তোলা ছবিটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ব্যাপক সাড়া ফেলেছে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর মির্জা তাঁর রেডিট প্রোফাইল থেকে ‘আর/স্পেস’ নামের এক সাবরেডিটে ছবিটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ৮ ইঞ্চি টেলিস্কোপ দিয়ে এত দিন যত ছবি তুলেছি, তার মধ্যে এটি সবচেয়ে পরিষ্কার চাঁদের ছবি।’ 

ছবিটি পোস্ট করার পর এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার আপভোট এবং ১ হাজার মন্তব্য করেছেন রেডিট ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মির্জার পোস্টে মন্তব্য করেছেন, ‘চাঁদের এত সুন্দর ছবি আমি আগে কখনো দেখিনি।’ অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এখন পর্যন্ত চাঁদের সবচেয়ে সুন্দর ছবি এটি।’ 

ছবিতে চাঁদের আলোকিত অংশটিকে আরও পরিষ্কারভাবে দেখা গেছে। আমরা খালি চোখে চাঁদকে যেমন সাদা ও ধূসর রঙের দেখি, সেগুলো ছাড়াও অন্য আরও কয়েকটি রঙের বর্ণালি দেখা গেছে ছবিটিতে।

এ বিষয়ে মির্জা নিউজউইককে বলেন, ‘আমি সেলেস্ট্রন নেক্সটার এইটএসই মডেলের একটি টেলিস্কোপের সঙ্গে একটি ক্যানন ইওএস ১২০০ডি ক্যামেরা ব্যবহার করে এই ছবি তুলেছি। মোট ৩৬০টি ছবি তুলে ফটোশপের মাধ্যমে একত্রে যুক্ত করে এই পরিষ্কার ছবিটি পেয়েছি। এরপর মূল ছবিটির একাংশ কেটে আমি ছবিটি পোস্ট করেছি।’ 

এর আগে গত সপ্তাহে নাসার ইনস্টাগ্রাম পেজে সূর্য থেকে সৌর শিখা নির্গত হওয়ার ছবি ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত