জলহস্তীরা খুব ওজনদার প্রাণী, এটা এদের দেখেই যে কেউ বলে দিতে পারবে। তেমনি তাদের বেশির ভাগ সময় কাটে জলে। কিন্তু শুনে অবাক হবেন এই প্রাণীরাও কখনো কখনো শূন্যে ভেসে থাকতে পারে, মানে তখন এদের কোনো পা-ই মাটি স্পর্শ করে না। নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।
আর তাদের এই শূন্যে ভেসে থাকার ঘটনাটি ঘটে খুব দ্রুতগতিতে দৌড়ানোর সময়। বেশির ভাগ সময় জলে কাটানো এক একটি জলহস্তীর ওজন হয় দুই হাজার কেজির (দুই দশমিক দুই টন) বেশি। আর দ্রুতগতিতে দৌড়ানোর সময় তাদের চার পা-ই শূন্যে থাকার বিষয়টি জানা গেল এই প্রথম। যুক্তরাজ্যের রয়েল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
৩২টি জলহস্তীর ১৬৯টি চলাফেরা বা দৌড়ের ভিডিও পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এতে দেখা যায় প্রতি বার তীব্র গতিতে ছোটার সময় ১৫ শতাংশ সময় শূন্যে থাকে বিশালাকায় ও ওজনদার প্রাণীটি। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও আরভিসির বিবর্তনীয় বায়োমেকানিকসের অধ্যাপক জন হাচিনসন সিএনএনকে বলেন, ‘জলহস্তীরা ডাঙায় কীভাবে চলাচল করে সে সম্পর্কে খুব কমই জানি আমরা। ধাঁধার বড় একটি হারানো টুকরো বলতে পারেন এদের। এই প্রাণীদের নিয়ে গবেষণা করাটা মোটেই সহজ নয়।’
এরা পানিতে বড় একটা সময় কাটানোর পাশাপাশি ‘খুব বেপরোয়া এবং বিপজ্জনক’ বলে জানান হাচিনসন। তেমনি রাতে বেশি সক্রিয় এই প্রাণীরা।
গবেষকেরা জলহস্তীর যে ভিডিওগুলি পর্যবেক্ষণ করেন সেগুলোতে দেখা যায় কিছু তাদের অনুপ্রাণিত করলে দ্রুতগতিতে দৌড়ায় জলহস্তীরা। যেমন একটি প্রতিদ্বন্দ্বীকে জলহস্তীকে তাড়া করা বা সিংহ বা গন্ডারের তাড়া খাওয়ার সময়।
গবেষক দলটি আরও দেখেছে যে জলহস্তীরা প্রায় একচেটিয়াভাবে দুলকি চালে চলে। আর এটাই হঠাৎ তীব্র গতিতে ছোটায় রূপ নেয়।
‘জলহস্তীরা ডাঙার সেই অল্পসংখ্যক চার পায়ের প্রাণীদের একটি যেটি দুলকি চালে চলে।’ বলেন হাচিনসন, ‘এটি একটি চমৎকার আবিষ্কার।’
হাচিনসন বলেন, ফলাফলগুলি জলহস্তীকে বন্দী অবস্থায় রাখার উপায় জানতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে এ প্রাণীরা শারীরিক সমস্যায় ভুগছে কিনা তা শনাক্ত করতে এবং নিরীক্ষণ করতে সহায়তা করতে পার।
একটি শিশু পিগমি জলহস্তীর দ্রুতগতিতে চলার ভিডিও হাচিনসনকে ভবিষ্যতের গবেষণার জন্য একটি নতুন দিক নির্দেশনাও দিয়েছে। হাচিনসন জানান, তিনি পরীক্ষা করে দেখতে চান ছোট জলহস্তী কিংবা শিশু পিগমি জলহস্তী বড় হওয়ার সঙ্গে সঙ্গে গতি হারায় কিনা!
সমীক্ষাটি গত বুধবার পিয়ার জে জার্নালে প্রকাশিত হয়।
জলহস্তীরা খুব ওজনদার প্রাণী, এটা এদের দেখেই যে কেউ বলে দিতে পারবে। তেমনি তাদের বেশির ভাগ সময় কাটে জলে। কিন্তু শুনে অবাক হবেন এই প্রাণীরাও কখনো কখনো শূন্যে ভেসে থাকতে পারে, মানে তখন এদের কোনো পা-ই মাটি স্পর্শ করে না। নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।
আর তাদের এই শূন্যে ভেসে থাকার ঘটনাটি ঘটে খুব দ্রুতগতিতে দৌড়ানোর সময়। বেশির ভাগ সময় জলে কাটানো এক একটি জলহস্তীর ওজন হয় দুই হাজার কেজির (দুই দশমিক দুই টন) বেশি। আর দ্রুতগতিতে দৌড়ানোর সময় তাদের চার পা-ই শূন্যে থাকার বিষয়টি জানা গেল এই প্রথম। যুক্তরাজ্যের রয়েল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
৩২টি জলহস্তীর ১৬৯টি চলাফেরা বা দৌড়ের ভিডিও পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এতে দেখা যায় প্রতি বার তীব্র গতিতে ছোটার সময় ১৫ শতাংশ সময় শূন্যে থাকে বিশালাকায় ও ওজনদার প্রাণীটি। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও আরভিসির বিবর্তনীয় বায়োমেকানিকসের অধ্যাপক জন হাচিনসন সিএনএনকে বলেন, ‘জলহস্তীরা ডাঙায় কীভাবে চলাচল করে সে সম্পর্কে খুব কমই জানি আমরা। ধাঁধার বড় একটি হারানো টুকরো বলতে পারেন এদের। এই প্রাণীদের নিয়ে গবেষণা করাটা মোটেই সহজ নয়।’
এরা পানিতে বড় একটা সময় কাটানোর পাশাপাশি ‘খুব বেপরোয়া এবং বিপজ্জনক’ বলে জানান হাচিনসন। তেমনি রাতে বেশি সক্রিয় এই প্রাণীরা।
গবেষকেরা জলহস্তীর যে ভিডিওগুলি পর্যবেক্ষণ করেন সেগুলোতে দেখা যায় কিছু তাদের অনুপ্রাণিত করলে দ্রুতগতিতে দৌড়ায় জলহস্তীরা। যেমন একটি প্রতিদ্বন্দ্বীকে জলহস্তীকে তাড়া করা বা সিংহ বা গন্ডারের তাড়া খাওয়ার সময়।
গবেষক দলটি আরও দেখেছে যে জলহস্তীরা প্রায় একচেটিয়াভাবে দুলকি চালে চলে। আর এটাই হঠাৎ তীব্র গতিতে ছোটায় রূপ নেয়।
‘জলহস্তীরা ডাঙার সেই অল্পসংখ্যক চার পায়ের প্রাণীদের একটি যেটি দুলকি চালে চলে।’ বলেন হাচিনসন, ‘এটি একটি চমৎকার আবিষ্কার।’
হাচিনসন বলেন, ফলাফলগুলি জলহস্তীকে বন্দী অবস্থায় রাখার উপায় জানতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে এ প্রাণীরা শারীরিক সমস্যায় ভুগছে কিনা তা শনাক্ত করতে এবং নিরীক্ষণ করতে সহায়তা করতে পার।
একটি শিশু পিগমি জলহস্তীর দ্রুতগতিতে চলার ভিডিও হাচিনসনকে ভবিষ্যতের গবেষণার জন্য একটি নতুন দিক নির্দেশনাও দিয়েছে। হাচিনসন জানান, তিনি পরীক্ষা করে দেখতে চান ছোট জলহস্তী কিংবা শিশু পিগমি জলহস্তী বড় হওয়ার সঙ্গে সঙ্গে গতি হারায় কিনা!
সমীক্ষাটি গত বুধবার পিয়ার জে জার্নালে প্রকাশিত হয়।
নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১৮ ঘণ্টা আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
২ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২ দিন আগেপৃথিবীর বাইরের কোনো গ্রহে যদি একদিন মানুষের বসতি গড়তে হয়, তাহলে কেমন হবে সেই পরিবেশ? সেটা বোঝার চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তৈরি হয়েছিল ‘বায়োস্ফিয়ার ২’। তিন একরের বেশি জায়গাজুড়ে নির্মিত বিশাল কাচঘেরা ভবনটি যেন এক কৃত্রিম পৃথিবী।
২ দিন আগে