বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লিউ আর ১৪০ নক্ষত্র জুটির ধূলি বলয়ের রহস্য উদ্ঘাটন করল টেলিস্কোপটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিস্কোপ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাইনারি তারকাব্যবস্থার ওই জুটির চারপাশে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার এলাকাজুড়ে ১৭টি মহাজাগতিক ধূলিকণার বলয় রয়েছে। বাইনারি তারকাব্যবস্থা হচ্ছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে এবং মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাকে বাইনারি তারকা বলে।
এ বিষয়ে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানী ড. অলিভিয়া জোনস বিবিসি নিউজকে বলেন, ‘পূর্ববর্তী পর্যবেক্ষণে আমরা কেবল তিনটি বলয় দেখতে পেয়েছিলাম। কিন্তু শক্তিশালী জেমস ওয়েবের মাধ্যমে ১৭টি বলয় খুঁজে পাওয়া আমাদের কাছে সত্যিই আশ্চর্যজনক।’
এর আগে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করতেন, ধূলিকণার বলয়টি সম্ভবত একটি প্যাঁচানো নীহারিকা থেকে উৎপন্ন হয়েছে।
নাসা জানিয়েছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন নক্ষত্র দুটির গ্যাসীয় পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে এই ধূলিকণা তৈরি করে।
বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লিউ আর ১৪০ নক্ষত্র জুটির ধূলি বলয়ের রহস্য উদ্ঘাটন করল টেলিস্কোপটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিস্কোপ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাইনারি তারকাব্যবস্থার ওই জুটির চারপাশে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার এলাকাজুড়ে ১৭টি মহাজাগতিক ধূলিকণার বলয় রয়েছে। বাইনারি তারকাব্যবস্থা হচ্ছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে এবং মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাকে বাইনারি তারকা বলে।
এ বিষয়ে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানী ড. অলিভিয়া জোনস বিবিসি নিউজকে বলেন, ‘পূর্ববর্তী পর্যবেক্ষণে আমরা কেবল তিনটি বলয় দেখতে পেয়েছিলাম। কিন্তু শক্তিশালী জেমস ওয়েবের মাধ্যমে ১৭টি বলয় খুঁজে পাওয়া আমাদের কাছে সত্যিই আশ্চর্যজনক।’
এর আগে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করতেন, ধূলিকণার বলয়টি সম্ভবত একটি প্যাঁচানো নীহারিকা থেকে উৎপন্ন হয়েছে।
নাসা জানিয়েছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন নক্ষত্র দুটির গ্যাসীয় পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে এই ধূলিকণা তৈরি করে।
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১৭ ঘণ্টা আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১৯ ঘণ্টা আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগেপ্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বা ৪৫০ কোটি বছর আগে গঠিত হওয়ার পর ধীরে ধীরে ঘূর্ণনের গতি কমছে পৃথিবীর। এর ফলে দীর্ঘ হচ্ছে দিনগুলোও। মানবজীবনের সময়কাল অনুযায়ী এই পরিবর্তন খুব একটা দৃশ্যমান না হলেও দীর্ঘ সময় পর তা পৃথিবীর পরিবেশে বড় পরিবর্তন এনেছে।
৩ দিন আগে