বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লিউ আর ১৪০ নক্ষত্র জুটির ধূলি বলয়ের রহস্য উদ্ঘাটন করল টেলিস্কোপটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিস্কোপ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাইনারি তারকাব্যবস্থার ওই জুটির চারপাশে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার এলাকাজুড়ে ১৭টি মহাজাগতিক ধূলিকণার বলয় রয়েছে। বাইনারি তারকাব্যবস্থা হচ্ছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে এবং মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাকে বাইনারি তারকা বলে।
এ বিষয়ে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানী ড. অলিভিয়া জোনস বিবিসি নিউজকে বলেন, ‘পূর্ববর্তী পর্যবেক্ষণে আমরা কেবল তিনটি বলয় দেখতে পেয়েছিলাম। কিন্তু শক্তিশালী জেমস ওয়েবের মাধ্যমে ১৭টি বলয় খুঁজে পাওয়া আমাদের কাছে সত্যিই আশ্চর্যজনক।’
এর আগে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করতেন, ধূলিকণার বলয়টি সম্ভবত একটি প্যাঁচানো নীহারিকা থেকে উৎপন্ন হয়েছে।
নাসা জানিয়েছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন নক্ষত্র দুটির গ্যাসীয় পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে এই ধূলিকণা তৈরি করে।
বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লিউ আর ১৪০ নক্ষত্র জুটির ধূলি বলয়ের রহস্য উদ্ঘাটন করল টেলিস্কোপটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিস্কোপ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাইনারি তারকাব্যবস্থার ওই জুটির চারপাশে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার এলাকাজুড়ে ১৭টি মহাজাগতিক ধূলিকণার বলয় রয়েছে। বাইনারি তারকাব্যবস্থা হচ্ছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে এবং মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাকে বাইনারি তারকা বলে।
এ বিষয়ে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানী ড. অলিভিয়া জোনস বিবিসি নিউজকে বলেন, ‘পূর্ববর্তী পর্যবেক্ষণে আমরা কেবল তিনটি বলয় দেখতে পেয়েছিলাম। কিন্তু শক্তিশালী জেমস ওয়েবের মাধ্যমে ১৭টি বলয় খুঁজে পাওয়া আমাদের কাছে সত্যিই আশ্চর্যজনক।’
এর আগে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করতেন, ধূলিকণার বলয়টি সম্ভবত একটি প্যাঁচানো নীহারিকা থেকে উৎপন্ন হয়েছে।
নাসা জানিয়েছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন নক্ষত্র দুটির গ্যাসীয় পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে এই ধূলিকণা তৈরি করে।
নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১৫ ঘণ্টা আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
২ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২ দিন আগেপৃথিবীর বাইরের কোনো গ্রহে যদি একদিন মানুষের বসতি গড়তে হয়, তাহলে কেমন হবে সেই পরিবেশ? সেটা বোঝার চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তৈরি হয়েছিল ‘বায়োস্ফিয়ার ২’। তিন একরের বেশি জায়গাজুড়ে নির্মিত বিশাল কাচঘেরা ভবনটি যেন এক কৃত্রিম পৃথিবী।
২ দিন আগে