Ajker Patrika

সরকারবিরোধী ছোট দলগুলোর জমায়েতে সরব কাকরাইল থেকে পুরানা পল্টন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৬: ৪২
সরকারবিরোধী ছোট দলগুলোর জমায়েতে সরব কাকরাইল থেকে পুরানা পল্টন 

নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সকাল থেকে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করছে সরকারবিরোধী ছোট রাজনৈতিক দল ও জোটগুলো। কাকরাইল মোড় থেকে পুরানা পল্টন মোড়ে এসব দল ও জোটের সরব উপস্থিতি দেখা গেছে।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এসব দল ও জোট কাকরাইল মোড়, ডলফিন মোড়, পল্টন পানির ট্যাংকি ও পুরানা পল্টন মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা করে। এ সময় দলগুলোর কর্মী ও সমর্থকদের হাতে ছিল নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ড। এসব দাবি তুলে স্লোগানও দিচ্ছিলেন তাঁরা।

দুপুর ১২টার সময় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে পদযাত্রা বের করে ইত্তেফাক মোড় হয়ে ডলফিন মোড়ের কাছাকাছি এসে পদযাত্রা শেষ করে তারা। এখানে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতার বক্তব্য দেন।

নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সকাল থেকে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে করছে বিএনপিসহ ছোট রাজনৈতিক দল ও জোটগুলোবেলা ২টা ৩০ মিনিটে কাকরাইল মোড়ে অবস্থান নিতে দেখা যায় ১২ দলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকদের। তাঁদেরও সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। তাঁরা পদযাত্রা করে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য আজ পথে নেমেছি। দাবি হচ্ছে—নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।’ 

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। সকালে ঢাকার গাবতলী থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদযাত্রা কর্মসূচি শুরু করেন। বিকেল ৪টার দিকে রায়সাহেব বাজার মোড়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। 

নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সকাল থেকে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে করছে বিএনপিসহ ছোট রাজনৈতিক দল ও জোটগুলোসারা দেশের সব জেলা ও মহানগরে একইভাবে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। এতে অংশ নিয়েছেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী। তাঁরা সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দিতে দিতে পোস্টার ফেস্টুন নিয়ে পদযাত্রায় যুক্ত হচ্ছেন। বিএনপির এই পদযাত্রা যাবে এই সড়ক ধরেই। সকাল থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ থেকে ১০ জন নেতা-কর্মী ছাড়া তেমন কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত