Ajker Patrika

অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জাতীয় পার্টির  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২২, ২১: ৫৪
অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জাতীয় পার্টির  

‘বাংলাদেশ যেন পাচারকারীদের স্বর্গরাজ্য’ এমন মন্তব্য করে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক ‍বিবৃতিতে তিনি এই দাবি জানান। একই সঙ্গে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিরও দাবি জানান তিনি।

বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘দেশের মানুষ জানতে চাচ্ছে, কীভাবে দায়িত্বশীলদের চোখ ফাঁকি দিয়ে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। দেশের মানুষ জানতে চায় কারা টাকা পাচারে সহযোগিতা করছে। সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অনীহা আছে কি না, তা-ও খতিয়ে দেখতে হবে। কারা দেশের টাকা বিদেশে পাচার করছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। দেশের মানুষ পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘দেশের টাকা পাচারকারী ও পাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করতে হবে। পাচারকারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে না পারলে, কখনোই পাচার রোধ করা সম্ভব হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত